English, asked by amdshahin28, 6 months ago

সৃজনশীল প্রশ্ন :
শামীম পেশায় নৈশপ্রহরী । একদিন রাতে দেখে ম্যানেজার সাহেব শ্রমিকদের দিয়ে গুদা
মালামাল সরাচ্ছেন। এতে সে প্রতিবাদ করায় তাকে ম্যানেজার চাকরিচ্যুতির হুমকি দেয়। এ অন,
কাজকে সমর্থন করতে না পারায় সে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে যায়। সেখানে হাঁস-মুর
যৎস্য ও শবজির চাষ শুরু করে। অল্পদিনের মধ্যেই তার ব্যবসায়ের বেশ প্রসার ঘটে । অলে
বেকার যুবককে নিয়ােগ দেয় তার খামারের কাজে।
ক, কাকে ইউরােপের জ্ঞানগুরু বলা হয়?
খ. জুতা পেয়ে জনসন অপমান বােধ করলেন কেন?
গ. উদ্দীপকের শামীমের মাঝে উদ্যম ও পরিশ্রম' প্রবন্ধের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ভাবটি মােহাম্মদ লুত্যর রহমানের ‘উদ্যম ও পরিশ্রম' প্রবন্ধে বর্ণিত চেতন
সমগ্র অংশকে ধারণ করে কি? যুক্তিসহ প্রমাণ কর ।​

Answers

Answered by mukesh6310
3

Answer:

প্রথম যখন সৃজনশীল প্রশ্ন এই দেশে শুরু করার পরিকল্পনা করা হয়েছিল তখন কিছু কিছু অভিভাবক উঠে পড়ে লেগেছিলেন এটা বন্ধ করার জন্য। তাদের যুক্তি খুব সহজ সরল, ‘‘আমার ছেলে-মেয়ে আগে পাশ করে বের হয়ে যাক তারপর যা খুশি করা হোক।’’ এই অভিভাবদের কেউ কেউ আবার গুরুত্বপূর্ণ, দল বেধে তারা মানব বন্ধন সংবাদ সঞ্চালন বিক্ষোভ করে পুরো প্রক্রিয়াটা থামিয়ে ফেলতে পারে। খবরের কাগজ বা টেলিভিশন যে সবসময় সবকিছু ঠিকভাবে বুঝে তা নয়, অনেক সময় নিজেদের এজেন্ডা থাকে- কাজেই উল্টাপাল্টা খবর ছাপিয়ে সবকিছু তছনছ করে দিতে পারে।

Answered by Sнιναηι
10

Answer:

✨here's your answer ✨

▶️শামীম পেশায় নৈশপ্রহরী । একদিন রাতে দেখে ম্যানেজার সাহেব শ্রমিকদের দিয়ে গুদা

মালামাল সরাচ্ছেন। এতে সে প্রতিবাদ করায় তাকে ম্যানেজার চাকরিচ্যুতির হুমকি দেয়। এ অন,

কাজকে সমর্থন করতে না পারায় সে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে যায়। সেখানে হাঁস-মুর

যৎস্য ও শবজির চাষ শুরু করে। অল্পদিনের মধ্যেই তার ব্যবসায়ের বেশ প্রসার ঘটে । অলে

বেকার যুবককে নিয়ােগ দেয় তার খামারের কাজে।

ক, কাকে ইউরােপের জ্ঞানগুরু বলা হয়?

খ. জুতা পেয়ে জনসন অপমান বােধ করলেন কেন?

গ. উদ্দীপকের শামীমের মাঝে উদ্যম ও পরিশ্রম' প্রবন্ধের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।◀️

..

hope it helps you

thanks ☺️

Similar questions