Biology, asked by DibyahanDeogharia, 3 months ago

কেরাটিনাইজেশেন রোগ কোন ভিটামিনের অভাবে হয়?​

Answers

Answered by januu519
0

Answer:

Explanation:

ভিটামিন A

ভিটামিন A এর অভাবে রাতকানা হয়, দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ত্বক খসখসে হয়, স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়।

◕ ভিটামিন B1

ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি রোগ, হাত পা ফোলে যাওয়া, ক্ষুধা মন্দা, স্নায়ু দুর্বল, দেহের সার্বিক বৃদ্ধি ব্যাহত হয়।

◕ ভিটামিন B2

ভিটামিন B2 এর অভাবে মুখে, জিহ্বায় ও ঠোটের কোনে ঘা হয়। চুল উঠতে থাকে।

কোন খাবারে B2 থাকে? উঃ- দুধ, ডিমের সাদা অংশ, অঙ্কুরিত ছোলা, কমলি শাক, পালং শাক ইত্যাদিতে B2 পাওয়া যায়।

 

◕ ভিটামিন B3

ভিটামিন B3 এর অভাবে অন্ত্রে ঘা, পেশীতে টান, স্নায়ু ক্ষয়, ক্লান্ত ভাব, চর্ম রোগ হয়।

◕ ভিটামিন B5

ভিটামিন B5 এর অভাবে রক্তাল্পতা, ত্বক খসখসে, খাদ্য নালীতে ঘা হয়।

◕ ভিটামিন B6

ভিটামিন B6 এর অভাবে রক্তাল্পতা, নিদ্রাল্পতা, চুল পড়ে যাওয়া ও স্নায়ুদৌর্বল্য হয়।

◕ ভিটামিন B12

ভিটামিন B12 এর অভাবে রক্তাল্পতা হয়, বৃদ্ধি ব্যাহত হয় ও আন্ত্রিক শোষণে ব্যাঘাত ঘটে।

◕ ভিটামিন C

ভিটামিন C এর অভাবে দাঁতের গোঁড়া ফোলে উঠে, তা থেকে রক্ত পড়ে বা তাতে পুঁজ জমে। এর অভাবে স্কার্ভি রোগ হয়।

◕ ভিটামিন D

ভিটামিন D এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এই ভিটামিনের অভাবে অস্থি ও দাঁতের বিকৃতি ঘটে।

◕ ভিটামিন E

ভিটামিন E এর অভাবে বন্ধ্যত্ব ও জনন অঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়।

◕ ভিটামিন K

ভিটামিন K এর অভাবে রক্ত জমাট বাঁধে না। ফলে কাটা স্থান বা ক্ষত থেকে ক্রমাগত রক্তক্ষরণ হতে থাকে।

◕ ভিটামিন M

এর অভাবে রক্তাল্পতা হয়। দেহের বৃদ্ধি হ্রাস পায়।

Similar questions