Chemistry, asked by Aysha905723, 4 months ago

উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি​

Answers

Answered by Anonymous
4

উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হল অক্স্যানোমিটার (auxanometer)।

  • উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
  • কিন্তু, মুশকিলের ব্যাপার হল এই যে যে কোন সাধারণ পরিমাপ করার যন্ত্র যেমন স্কেল বা অন্য যে কোন সাধারণ মাপার যন্ত্র দিয়ে আমরা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে পারি না।
  • এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় এক বিশেষ যন্ত্র যার নাম হল অক্স্যানোমিটার (auxanometer)।
  • প্রসঙ্গত উল্লেখ্য যে এই যন্ত্রের আবিষ্কারক হলেন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু।
Answered by dasbini4485
0

Answer:

উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হল অক্স্যানোমিটার

Similar questions