Social Sciences, asked by afiajahanmahia34, 6 months ago

সামাজিক পরিবর্তনের ২টি উদাহরণ দাও।​

Answers

Answered by Swarup1998
3

সামাজিক পরিবর্তন

সামাজিক পরিবর্তন বলতে কোনো সমাজের প্রাচীন ব্যবস্থাপনার অবসান ঘটিয়ে নতুন ব্যবস্থাপনার বিকাশ ঘটানো বোঝায়। এই ক্ষেত্রে প্রাচীন ব্যবস্থাপনা মূলত অশুভ হয়ে থাকে।

সামাজিক পরিবর্তনের উদাহরণ

  • দাসপ্রথার বিলোপ: ইতিহাসের পাতা যতোই আগে পৌঁছাতে পারে, সেখানে দেখা যায় যে, মানুষ মানুষকেই দাস হিসাবে ব্যবহার করেছে। সভ্যতার বিবর্তন হওয়ার ফলে দাসেরাও এই চরম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। সময়ের ব্যবধানে সমাজ থেকে প্রত্যক্ষভাবে দাসপ্রথার বিলোপ ঘটেছে।
  • নারীশিক্ষার প্রসার: প্রাচীনকাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে নারীশিক্ষার উপর গুরুত্ব কম দেওয়া হত। সময় বদলেছে। পুরুষ এই সমাজে নারীর সমান গুরুত্ব বা প্রয়োজনের কথা বুঝতে পেরেছে। বর্তমান সমাজে নারীশিক্ষার প্রসারের উপর গুরুত্ব বেড়েছে।
Answered by Anonymous
4

Answer:

বাংলাদেশের অনেক জায়গায় এখন লাঙ্গল এর পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হচ্ছ। ২. শিক্ষাপ্রতিষ্ঠানে হাতে কলমে পড়ানোর পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হচ্ছ।

Similar questions