বাস্তব সংখ্যা কাকে বলে
Answers
Answered by
5
Hi!
✪Question:
বাস্তব সংখ্যা কাকে বলে?
✪Your answer:
ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য - সবই বাস্তব সংখ্যা । অর্থাৎ যে সকল সংখ্যাকে সংখ্যারেখা-র মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে।
এর বিপরীতে আর এক ধরনের সংখ্যা আছে যাদের বলা হয় অবাস্তব সংখ্যা । বাস্তব এবং অবাস্তব অংশযুক্ত সংখ্যাকে বলে জটিল সংখ্যা যা "জটিল সংখ্যাতলের" উপর যেকোন বিন্দু। এই তলে "বাস্তব সংখ্যা রেখা"-র সঙ্গে অবাস্তব সংখ্যা রেখা লম্বভাবে অবস্থিত। ধনাত্মক সংখ্যা হলাে ০ থেকে বড় সকল সংখ্যা। এটি ভগ্নাংশ ও হতে পারে।ঋণাত্মক সংখ্যা =0 থেকে ছােটো সকল সংখ্যা।
০ সহ সকল ধনাত্মক সংখ্যা হল অঋণাত্মক সংখ্যা।
✪English translation:
Real number
♡Hope it helps♡
good day
take care and stay safe
:D
Similar questions