পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে?
Answers
Answered by
1
পূর্ণবর্গ সংখ্যার সবচেয়ে পরিচিত সংজ্ঞা অনুযায়ী, পূর্ণবর্গ সংখ্যা সেসব সংখ্যাকে বলা হয় যাদেরকে দুইটি একই সংখ্যার গুণফল হিসেবে উপস্থাপন করা যায়।0*0=0এক্ষেত্রে 0 কে দুইটি 0 এর গুণফল হিসেবে উপস্থাপন করা যায় ।কাজেই বলা যায়,0 একটি পূর্ণবর্গ সংখ্যা।তবে আরেকটি ডেফিনিশন অনুযায়ী চিন্তা করলে 0 পূর্ণবর্গসংখ্যা নয়।কাজেই উত্তর হল হ্যা/না উভয়ই।
Hope it helps you! ❤✌❤
Similar questions