Physics, asked by lotifkhan75532, 5 months ago

গ)নাকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয় প্রকাশ পেয়েছে?ব্যাখ্যা কর। ঘ)ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টি ভঙ্গি কীসের পরিচায়ক? আলোকপাত কর।​

Answers

Answered by sishuvo125
46

Answer:

গ. নকীব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা-

সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত সমাজসেবা বলে ব্যাপক অর্থে মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজসেবা নামে পরিচিত। মহান আল্লাহ বলেন –

অর্থ: “এবং তাদের (ধনীদের) ধন-সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক।” (সূরা আয-যারিয়াত, আয়াত ১৯)

সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নেও তাদের সম্পদ ব্যয় করবে। সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে। এটাই ইসলামের নির্দেশ।

অর্থশালী ব্যক্তি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান গড়বে, যে প্রতিষ্ঠানে অভাবী লোকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে।

বাঁচার অবলম্বন খুঁজে পাবে। গ্রামের উন্নয়নের বিরাট বাধা দূর করার জন্য গ্রামে গঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাসহ কল্যাণ মূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সমাজসেবামূলক কাজ।

জনাব নকীব স্বীয় উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন। যা সমাজসেবামূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত।

ঘ. ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কীসের পরিচায়ক? আলােকপাত কর

ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি ঘৃণার পরিচায়ক।

ঘৃণা অর্থ অবজ্ঞা, অপছন্দ, উপেক্ষা, তাচ্ছিল্য, তুচ্ছ জ্ঞান করা। কাউকে তুচ্ছ মনে করে তাকে সহ্য করতে না পারা এবং তার থেকে দূরে সরে থাকাকেই পরিভাষায় ঘৃণা বলে।

অনেক ক্ষেত্রে ঘৃণা একটি মহা গুরুতর ব্যাধি। এতে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে। সমাজে অশান্তির সৃষ্টি হয়।

কখনো মনে শান্তি লাভ করতে পারে না। এতে তার ইহলৌকিক ও পারলৌকিক ক্ষতি সাধিত হয়।

মহানবী (স.) বলেন, “পূর্ববর্তী উম্মতের দুটি রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে, হিংসা এবং ঘৃণা।” (বায়হাকি)

রাসূলুল্লাহ (স.) আরো বলেন, “তোমরা একে অপরকে হিংসা করো না, একে অপরকে ঘৃণা করো না, একে অন্যের ক্ষতি করার জন্য কৌশল করো না বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই-ভাই হয়ে যাও” (বুখারী ও মুসলিম)।

ঘৃণা বা তাচ্ছিল্য শয়তানের বৈশিষ্ট্য। শয়তান হযরত আদম (আ.)-এর প্রতি তাচ্ছিল্য করার কারণেই অভিশপ্ত হয়েছে।

উদ্দীপকের নাবিল তার বন্ধু নকীবের সাথে সমাজসেবায় অংশ না নিয়ে বরং তিনি জনাব নকীবকে ঘৃণা করেছেন।

রকিবের কাজটি খুবই জঘন্য। তার উচিত ছিল নাবিলের কাজের প্রশংসা করা।

Answered by MRSHLJ
11

Answer:

thanks for this answer

Similar questions