World Languages, asked by apon21, 6 months ago

পল্লিসাহিত্যের ৫টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো ২টি উপাদান সম্পর্কে ১০টি করে বাক্য লেখ​

Answers

Answered by shahriartusher
35

উত্তর: পল্লিসাহিত্যের ৫ টি উপাদানের নাম উল্লেখ করা হল :

   • খনার বচন

   • ডাকের কথা

   • ভাটিয়ালি গান

   • প্রবাদ বাক্য

   • রাখালি গান

১) ‘খনার বচন’

   খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া।

   আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত।

   অনেকের মতে, খনা নাম্নী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী।

   ধারণা করা হয়, খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসত সদর মহকুমার দেউলিয়া গ্রামে।

   তিনি রাজা বিক্রমাদিত্যের সভার নবরত্নের একজন বলে কথিত।

   বরাহমিহির বা বররুচি-এর পুত্র মিহির তার স্বামী ছিল বলেও ধারণা করা হয়।

   খনার বচন গুলো চার ভাগে বিভক্ত।

   ” কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজ ফলিত ও জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া জ্ঞান, শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ” এই গুলো খনার রচনার শ্রেণি।

   খনা সম্পর্কে বাংলা ও উড়িয়া ভাষায় কিংবদন্তী আছে।

   উদাহরণ : সময়ে না দেয় চাষ,তার দুঃখ ১২ মাস।

২) ভাটিয়ালি গান

   ভাটিয়ালি এক ধারার লোকগীতি।

   মাঝি মাল্লাদের গান থেকে ভাটিয়ালি সুরের উৎপত্তি।

   ভাটিয়ালি বাংলাদেশ এবং ভারতের ভাটি অঞ্চলের জনপ্রিয় গান।

   বাংলাদেশে বিশেষকরে নদ-নদী পূর্ণ ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর-পূর্ব দিকের অঞ্চলগুলোতে ভাটিয়ালি গানের মূল সৃষ্টি।

   বাউলদের মতে ভাটিয়ালি গান হলো তাদের প্রকৃতিতত্ত্ব ভাগের গান।

   এ গানগুলো রচিত হয় মূলত মাঝি, নৌকা, দাড়, গুন ইত্যাদি বিষয়ে।

   এছাড়া গ্রামীণ জীবন, গ্রামীণ নারীর প্রেমপ্রীতি, ভালবাসা, বিরহ, আকুলতা ইত্যাদির সম্মিলনও রয়েছে। ।

   এ গানে বাংলার মানুষের, নদীমাতৃক দেশের মানুষের প্রাণের বাণীই ধরা পড়েছে।

   বাংলাদেশে ভাটিয়ালী গানের শিল্পী, রচয়িতা, গীতিকারদের মধ্যে অন্যতম হলেন- মিরাজ আলী, উকিল মুন্সী, রশিদ উদ্দিন, জালাল খাঁ, উমেদ আলী।

   ভাটিয়ালি সংগীত বিভিন্ন ধরণের হয়ে থাকে।

Similar questions