২৫ টাকা ৭৫ টাকার শতকরা কত
Answers
Answered by
13
প্রশ্ন :-
২৫ টাকা ৭৫ টাকার শতকরা কত ?
উত্তর :-
শতকরার ধারণা :-
কোনো সংখ্যা অপর একটি সংখ্যার ১০০ ভাগের যতো অংশ সেটি হল প্রথম সংখ্যাটির দ্বিতীয় সংখ্যাটির সাপেক্ষে শতকরা হার ।
- শতকরার প্রতীককে % চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ।
- r % এর অর্থ হল ১০০ এর মধ্যে r
- r% = ( r / ১00)
- a এর b এর সাপেক্ষে শতকরা হার = ( a/b ) × ১০০
সমাধান :-
২৫ টাকা ৭৫ টাকার ভাগ
= ( ২৫ / ৭৫) × ১০০%
= ( ১০০ / ৩ ) %
= ৩৩.৩৩ % ( প্রায়)
━━━━━━━━━━━━━━━━
আরো জানুন :-
1 . চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12,18 ও 30 দ্বারা বিভাজ্য
https://brainly.in/question/23997497
2. আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12%, আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি।
https://brainly.in/question/21418479
Similar questions