History, asked by masum9687, 4 months ago

করোণা কী?
করোণা কাকে বলে

Answers

Answered by roufuneithin896
1

Answer:

করোনাভাইরাস শব্দটি ল্যাটিন করোনা থেকে নেওয়া হয়েছে যার অর্থ মুকুট৷ কারণ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটি দেখতে অনেকটা মুকুটের মত৷ ভাইরাসের উপরিভাগে প্রোটিন সমৃদ্ধ থাকে যা ভাইরাল স্পাইক পেপলোমার দ্বারা এর অঙ্গসংস্থান গঠন করে৷ এ প্রোটিন সংক্রামিত হওয়া টিস্যু বিনষ্ট করে৷ সকল প্রজাতির করোনাভাইরাসে সাধারণত স্পাইক (এস), এনভেলপ (ই), মেমব্রেন (এম) এবং নিউক্লিওক্যাপসিড (এন) নামক চার ধরনের প্রেটিন দেখা যায়৷ এছাড়া করোনাভাইরাসের অনেক রকম প্রজাতি রয়েছে৷

করোনাভাইরাস হলো নিদুভাইরাস শ্রেণীর করোনাভাইরদা পরিবারভুক্ত করোনাভাইরিনা উপগোত্রের একটি সংক্রমণ ভাইরাস প্রজাতি।এই ভাইরাসের জিনোম নিজস্ব আরএনএ দিয়ে গঠিত৷ এর জিনোমের আকার সাধারণত ২৬ থেকে ৩২ কিলোব্যাসের মধ্যে হয়ে থাকে যা এ ধরনের আরএনএ ভাইরাসের মধ্যে সর্ববৃহৎ৷ hope so it is helpful... so please mark me as a brilliant..... and am Bangladeshi...

Similar questions