World Languages, asked by ummekhadiza9120, 2 months ago

পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোন দুটি উপাদান সম্পর্কে ১০টি করে বাক্য লেখ।


Answers

Answered by siddikdaptari
42

Answer:

পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম হল

Explanation:

পল্লীসাহিত্যের ৫ টি উপাদানের নাম উল্লেখ করে আমার পছন্দের যেকোন ২ টি উপাদান সম্পর্কে ১০ টি বাক্য:

উত্তর:

পল্লী সাহিত্যের ৫ টি উপাদানের নাম উল্লেখ করা হলো–

১. খনার বচন

২. প্রবাদ বাক্য

৩. ডাকেরকথা

৪. রাখালি গান

৫. ভাটিয়ালি গান

১. “খনার বচন” :

—> খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া।

—> আনু মানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত।

—> অনেকের মতে, খনা নাম্নী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী।

—> ধারণা করা হয়, খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত সদর মহাকুমার দেউলিয়া গ্রামে।

—> তিনি রাজা বিক্রমাদিত্যের সভার নবরত্নের একজন বলে কথিত।

—> বরাহমিহির বা বররুচি এর পুত্র তার স্বামী ছিল বলেও ধারণা করা হয়।

—> খনার বচন গুলো চার ভাগে বিভক্ত।

—> “কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজ ফলিত ও জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়ার জ্ঞান, শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ” এই গুলো খনার রচনার শ্রেণী।

—> খানা সম্পর্কে বাংলা উড়িয়া ভাষায় কিংবদন্তি আছে।

—> উদাহরণ: সময়ে না দেয় চাষ, তার দুঃখ বারো মাস।

২. ভাটিয়ালি গান:

—> ভাটিয়ালি এক ধরনের লোকসংগীত।

—> মাঝি-মাল্লাদের গান থেকে ভাটিয়ালি সুরের উৎপত্তি।

—> ভাটিয়ালি বাংলাদেশ এবং ভারতের ভাটি অঞ্চলের জনপ্রিয় গান।

—> বাংলাদেশে বিশেষ করে নদ-নদী পূর্ণ ময়মনসিংহ অঞ্চলের ব্রক্ষপুএ নদের উত্তর-পূর্ব দিকের অঞ্চল গুলোতে ভাটিয়ালি গানের মূল সৃষ্টি।

—> বাউলদের মতে ভাটিয়ালি গান হলো তাদের প্রাকৃতিতও্ব ভাগের গান।

—> এ গানগুলো রচিত হয় মূলত মারিয়া নৌকা, দাড়, গুন ইত্যাদি বিষয়ে।

—> এছাড়া গ্রামীণ জীবন, গ্রামীণ নারীর প্রেম প্রীতি, ভালোবাসা, বিরহ, আকুলতা ইত্যাদি সম্মিলিত ও রয়েছে।

—> এ গানে বাংলার মানুষের, নদীমাতৃক দেশের মানুষের প্রাণের বাণীই ধরা পড়েছে।

—> বাংলাদেশের ভাটিয়ালি গানের শিল্পী, রচিয়িতা, গীতিকারদের মধ্যে অন্যতম হলেন- মিরাজ আলী, উকিল মুন্সি, রশিদ উদ্দিন, জালাল খাঁ, উমেদ আলী।

—> ভাটিয়ালি সংগীত বিভিন্ন ধরনের হয়ে থাকে।

Similar questions