. পয়েন্টিং ভেক্টর কী? ইহা কী নির্দেশ করে?
Answers
Answered by
9
পয়েন্টিং ভেক্টর হলো এমন এক ধরনের ভেক্টর পরিমাপ যা তড়িৎ চুম্বকীয় তরঙ্গে, শক্তি প্রবাহের পরিমাণ এবং দিক নির্দেশ করে।
- পদার্থবিদ্যার ক্ষেত্রে এমন অনেক ধরনের ভেক্টর পরিমাপ পাওয়া যায় যা বিভিন্ন ধরনের বিষয়বস্তুর পরিমাণ ও দিক নির্দেশ করে থাকে।
- তেমনই এক অতি গুরুত্বপূর্ণ ভেক্টর পরিমাপ হলো পয়েন্টিং ভেক্টর। তড়িৎ চুম্বকীয় বিজ্ঞানের ক্ষেত্রে এই ভেক্টরের গুরুত্ব অপরিসীম।
- এই ভেক্টরের সাহায্যে আমরা যে কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যে শক্তি প্রবাহিত হয় তার পরিমাণ এবং প্রবাহের দিক জানতে পারি।
- প্রসঙ্গত উল্লেখ্য যে এই ভেক্টরটির নামকরণ এর আবিষ্কর্তা জন হেনরি পয়েন্টিং নামানুসারে হয়েছে।
Similar questions