পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো
Answers
Answer:
পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণঃ পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকষর্জ ত্বরণ g এর ওপর নির্ভর করে। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকষর্জ ত্বরণ বিভিন্ন হওয়ার কারণ ব্যাখা করা হলো।
ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানেঃ পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয়। পৃথিবীর আকৃতির জন্যঃ পৃথিবী সুষম গোলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমদূরে নয়। যেহেতু g এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে তাই পৃথিবীর বিভিন্ন স্থানে g এর মানের পরিবর্তন হয়।
পৃথিবীর অহ্নিক গতির জন্যঃ পৃথিবীর অহ্নিক গতির জন্য অভিকষর্জ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমজ বৃদ্ধি পায়। এর ফলে বস্তুর ওজনও বৃদ্ধি পায়।
ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনস্থানেঃ ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকষর্জ ত্বরনের মানও তত কমতে থাকে।
পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানেঃ ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায়। অভিকষর্জ ত্বরনের মান ততই কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকষর্জ ত্বরনের মান শূন্য।
Explanation:
That's all :)