Science, asked by bmy99277, 6 months ago

তাপের যান্ত্রিক তুল্যাংক কি​

Answers

Answered by kashi0095
4

Answer:

Equation is W=JH

এখানে W বা যান্ত্রিকশক্তি SI H বা তাপ CGS ইউনিটে দেওয়া হয়। তাই J এর মান J/Cal আসে।

Explanation:

তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূলত দুইটা বিবৃতি আছে একটা ক্লসিয়াসের যেটা তিনি দিয়েছে মূলত শক্তির সংরক্ষণশীলতার দিক থেকে আর জুলের যেটা আছে ওটা উনি দিসে তাপশক্তি আর যান্ত্রিক শক্তি এ দুইটাকে কিভাবে একটা থেকে অপরটাতে কনভার্ট করা হয় যায় নিয়ে।

তো যেহেতু একটা থেকে আরেকটাই কনভার্ট করা যায় তার মানে এই দুইটা সমতুল্য। এই যেমন ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে কনভার্ট করা যায় তাই আইনস্টাইন ভর ও শক্তি কে সমতুল্য বলে গেসে।

তদ্রুপ তাপ এবং যান্ত্রিক শক্তি সমতুল্য।

এখন ফ্যাক্ট হচ্ছে কতটা সমতুল্য বা কত টা efficient ভাবে কনভার্ট করতে পারতেসি এটাই যান্ত্রিক তুল্যতা।

Similar questions