৪। কেলাসন কাকে বলে ?
(
( (
Answers
Answered by
10
Answer:
কোনো কঠিন পদার্থের স্বচ্ছ, স্ফটিকাকার ও নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির গঠনকে বলা হয় কেলাস।নিন্ম তাপমাত্রায় দ্রবণীয়তা কম এ জাতীয় পদার্থের উত্তপ্ত দ্রবণ কে ধীরে ধীরে ঠান্ডা করলে নিন্ম তাপমাত্রায় এসে অতিরিক্ত পদার্থ পাত্রের তলায় জমা হয়।এটিই হল কেলাস।কোনো পদার্থকে পরপর দুবার কেলসিত করলে প্রাপ্ত কেলাসকে ঐ পদার্থের বিশুদ্ধতম অংশ হিসেবে বিবেচনা করা হয়।
Answered by
10
Answer:
একটি নির্দিষ্ট দ্রাবকে দ্রবণীয় কোন তাপহারী কঠিন বস্তুর উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করে দ্রবীভূত পদার্থকে দ্রবণ হতে সুষম ও নির্দিষ্ট কেলাস আকারে পৃথক করার পদ্ধতিকে কেলাসন বা স্ফটিকীকরণ বলে।
Similar questions