Biology, asked by sa7313744, 6 months ago

১/ ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও
ঠন | আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা কর।
২া স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখা জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি
পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব
বিশ্লেষণ কর।​

Answers

Answered by Anonymous
8

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -

  • পৃথিবীর অভ্যন্তরের শিলার পীড়নের জন্য কিছু পরিমাণ শক্তির সঞ্চয় হয় এবং এই শক্তির হঠাৎ নির্গমনের ফলে ভূপৃষ্ঠ অনেকসময়ে কেঁপে ওঠে। ভূপৃষ্ঠের এই কেঁপে ওঠাকেই ভূমিকম্প বলা হয়। টেকটনিক প্লেটের গতিপ্রকৃতিও ভূমিকম্পের জন্য দায়ী।
  • আগ্নেয়গিরি হলো এক ধরনের পাহাড় যার মাধ্যমে ভূ-অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের উপর লাভা রুপে নির্গত হয় তাকেই আগ্নেয়গিরি বলে।
  • জনসংখ্যা বৃদ্ধির হার এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহারের পরিমাণ পরস্পরের সাথে সরল অনুপাতে বিদ্যমান। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের ব্যবহারের পরিমাণ বেড়ে যাবে। তাই,অতিরিক্ত জনসংখ্যার ফলে প্রাকৃতিক সম্পদ ক্রমশ হ্রাস পাবে।
Answered by SparshaM
5

ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে?

  • ভূ-অভ্যন্তরে হঠ্যাৎ সৃষ্টি হওয়া কোন কম্পন যখন ভূ-ত্বকের কিছু অংশকে ক্ষণিকের জন্য আন্দোলিত করে, সাধারণত তাকেই ভূমিকম্প (Earthquake).

  • ভূ-অভ্যন্তরে যেখানে লাভা সঞ্চিত থাকে এবং যেখানে থেকে সেই গলিত লাভা বা ম্যাগমা অতিরিক্ত চাপে ভূপৃষ্ঠ ফেটে উপরে বেরিয়ে আসে তা হল আগ্নেয়গিরি।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা কর।

  • অগ্ন্যুৎপাতের কারণ: অগ্ন্যুৎপাত সাধারণত ভূ-পৃষ্ঠের অতিরিক্ত তাপ ও চাপের কারনে হয় ।
  • ভূগর্ভে নানা রাসায়নিক ক্রিয়া ও বিভিন্ন তেজস্ক্রিয়া পদার্থের কারণে উৎপন্ন তাপ ও চাপের প্রভাবে ভূ-আন্দোলনের সময় পার্শ্বচাপে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়ে থাকে।
  • অগ্ন্যুৎপাতের ফলাফল: ভূ-পৃষ্ঠের ব্যাপক পরিবর্তন ঘটে।
  • অগ্ন্যুৎপাতের সময় বেরিয়ে আসা ছাই ও বিষাক্ত গ্যাস যা জীবের পক্ষে অতিমাত্রায় হানিকর। অনেকসময় গহ্বর ও সৃষ্টি ও হয়।
  • অগ্ন্যুৎপাতের ফলে লাভা শীতল হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলা গঠিত হয়। আগ্নেয় শিলা ভূ-পৃষ্ঠে প্রথম গঠিত হয়েছিল বলে, এটি প্রাথমিক শিলা [primary Eock] নামে ও পরিচিত। যেমন: ভারতের দাক্ষিণাত্য মালভূমি আগ্নেয় শিলায় গঠিত। এবং অনেক সময় লাভা সঞ্চিত হতে হতে বিস্তীর্ণ এলাকা সমভূমিতে পরিনত করে। এছাড়া নদীগর্ভে ঐ লাভা সঞ্চিত হতে হতে দ্বীপে ও পরিনত

জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব

  • জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাবে প্রাকৃতিক সম্পদ ক্রমাগত হ্রাস পেতে থাকবে কারণ বিপুল প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হতে হতে সীমিত হয়ে এসেছে।
  • প্রকৃতির কোলে বেড়ে ওঠা সমস্ত জীব -জড় একে অন্যের সঙ্গে এমনভাবেই জড়িত যে সামঞ্জস্য বিধানে প্রত্যেকের গুরত্ব অপরিসীম।
  • যেমন যদি প্রতিনিয়ত মাটির তলা থেকে জল তোলা হয় তাহলে একদিন ভূপৃষ্ঠ জনশূন্য হয়ে পড়বে এবং প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে। আবার গাছ নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিবেশ থেকে শোষণ করে সালোকসংশ্লেষ প্রক্রিয়া খাদ্য উৎপাদন করে পরিবেশর ভারসাম্য বজায় রাখে।

Similar questions