একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মােটের উপর ১০% লাভ হবে?
Answers
সঠিক প্রশ্ন :-
একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলো। দুইদিন পর ২৫টি আম পচে গেল এবং একটি আমের দাম ৩০ টাকা ।
ক. ২৫ টাকা ৭৫ টাকার শতকরা কত ?
খ.শতকরা কতটি আম ভালো আছে
গ.একটি আম কত টাকায় বিক্রি করা হলে মোটের উপর ১০% লাভ হবে?
প্রদত্ত :-
একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলো। দুইদিন পর ২৫টি আম পচে গেল এবং একটি আমের দাম ৩০ টাকা ।
নির্ণয় করতে হবে :-
ক. ২৫ টাকা ৭৫ টাকার শতকরা কত ?
খ.শতকরা ভালো আমের সংখ্যা
গ.একটি আম কত টাকায় বিক্রি করা হলে মোটের উপর ১০% লাভ হবে?
উত্তর :-
শতকরার ধারণা :-
কোনো সংখ্যা অপর একটি সংখ্যার ১০০ ভাগের যতো অংশ সেটি হল প্রথম সংখ্যাটির দ্বিতীয় সংখ্যাটির সাপেক্ষে শতকরা হার ।
শতকরার প্রতীককে % চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ।
r % এর অর্থ হল ১০০ এর মধ্যে r
r% = ( r / ১00 )
a এর b এর সাপেক্ষে শতকরা হার = ( a/b ) × ১০০
সমাধান :-
ক.
২৫ টাকা ৭৫ টাকার ভাগ
= ( ২৫ / ৭৫) × ১০০%
= ( ১০০ / ৩ ) %
= ৩৩.৩৩ % ( প্রায় )
সুতরাং ২৫ টাকা ৭৫ টাকার শতকরা ৩৩.৩৩ ভাগ
খ.
বলা আছে, একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলো।
দুইদিন পর ২৫টি আম পচে গেল
মোট ভালো আমের সংখ্যা = ২৫০ - ২৫ = ২২৫
শতকরা ভালো আমের সংখ্যা
= ( ২২৫ / ২৫০ ) × ১০০ ভাগ
= ( ৯ / ১০) × ১০০ ভাগ
= ৯০ ভাগ
সুতরাং শতকরা ৯০ টি আম ভালো আছে
গ.
বলা আছে, একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলো ।
একটি আমের দাম ৩০ টাকা।
মোট ক্রয়মূল্য
= ( ২৫০ × ৩০ ) টাকা
= ৭৫০০ টাকা
এখন যদি ১০% লাভ করতে হয় তাহলে মোট বিক্রয়মূল্য
= ( ৭৫০০ × ১১০/১০০ ) টাকা
= ৮২৫০ টাকা
এখন দুইদিন পর ২৫টি আম পচে গেল
মোট ভালো আমের সংখ্যা = ২৫০ - ২৫ = ২২৫
অর্থাৎ মোটের উপর ১০% লাভ করতে হলে প্রতিটি আমের বিক্রয়মূল্য হবে
= ( ৮২৫০ / ২২৫ ) টাকা
= ৩৬.৬৬৬ টাকা
= ৩৬.৬৭ টাকা ( প্রায় )
সুতরাং একটি আম ৩৬.৬৭ টাকায় বিক্রি করা হলে মোটের উপর ১০% লাভ হবে
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
1 . চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12,18 ও 30 দ্বারা বিভাজ্য
https://brainly.in/question/23997497
2. আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12%, আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি।
https://brainly.in/question/21418479