গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম।
মৃত আত্মা জায়গা ছেড়ে না নড়ে যদি তিনদিন ধরে সেইখানেই ঘুরে মরে,
হলে গিরীনঠাকুরদার আত্মাও নিশ্চয় কাছেপিঠে কোথাও ঘুরছে! এসব ঘটনা
র, পাচ্ছে, এসব আলােচনা শুনতে পাচ্ছে।
কি হচ্ছে সে আত্মা? সন্তুষ্ট? না কি এইসব গ্রাম্য বৃদ্ধদের মতাে ক্রুদ্ধ হয়ে
ভিশাপ দিতে চাইছে? কে জানে কি !
সুভাষ-কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাব তাে কখনাে দেখিনি তার।
ছাড়া-সুভাষ কাকা ‘সিনেমা সিনেমা হুজুগ করে বম্বে চলে যাওয়া পর্যন্ত
তনি তাে যত দূর নয় তত দূর খিটখিটে হয়ে গিয়েছিলেন, পুত্রবধূর উপরও
ম খাপ্পা হননি! অবিশ্যি দোষ দেওয়াও যায় না।
ছ’টি সন্তানের মধ্যে সুভাষ তার শেষ অবশিষ্ট সন্তান। সেই ছেলেও যদি
গদি থেকে উধাও হয়ে যায় তার স্ত্রীর সমতা থাকে না ধরে রাখবার, তাহলে
Answers
Answered by
1
Answer:
কী এটা??????????????
Similar questions