Computer Science, asked by Raihan2327, 4 months ago

ট্যাব সেট করা মার্জিন ইনডেন্ট করা এবং টেক্সট এলাইনমেন্ট করার পদ্ধতি বর্ণনা কর? ​

Answers

Answered by GulabLachman
5

ট্যাব সেট করার পদ্ধতি:

ট্যাব সেটিং করা দ্বারা ডকুমেন্টের তথ্যসমূহ কলাম তৈরি করা ছাড়াই সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এম এস ওয়ার্ড ২০১৬ সহ সকল ভার্সনে ট্যাব সেটিং করা যায়। ওয়ার্ডে ৫ ধরণের ট্যাব করার ব্যবস্থা রয়েছে।

ডকুমেন্টের left এবং right মার্জিনের মধ্যে কীবোর্ডের Tab কী চাপলে কার্সর .5 ইঞ্চি ডানে এবং Shift+Tab চাপলে .5 ইঞ্চি বাম দিকে যাবে।  

নিজে চারটি বহুব্যবহৃত  ট্যাবের বর্ণনা দেওয়া হলো।

  • Left: টেক্সটসমূহ লেফ্ট-এলাইন অবস্থায় নির্দিষ্ট স্থানে অবস্থান করানো।
  • Center: টেক্সটসমূহ সেন্টার-এলাইন অবস্থায় নির্দিষ্ট স্থানে অবস্থান করানো।
  • Right: টেক্সটসমূহ রাইট-এলাইন অবস্থায় নির্দিষ্ট স্থানে অবস্থান করানো।

Decimal: টেক্সটসমূহ দশমিক-এলাইন অবস্থায় নির্দিষ্ট স্থানে অবস্থান করানো।  

মার্জিন ইনডেন্ট করার পদ্ধতি :

  • প্রথমে ওয়ার্ড ফাইল খুলুন।  
  • এরপর নতুন সংস্করণগুলোতে Layout > Margins নির্বাচন করুন।  
  • তারপর, উপরের দিকে Layout ট্যাবের Page Setup অংশে Margins নির্বাচন করুন।  
  • এখানে আগে থেকে নির্ধারিত বিভিন্ন মাপের মার্জিনের তালিকা দেখাবে।  
  • এখান থেকে সুবিধামতো একটি বেছে নিন।

টেক্সট এলাইনমেন্ট করার পদ্ধতি :

  • প্রয়োজনীয় line কিংবা paragraph সিলেক্ট করুন।
  • অথবা, প্রয়োজনীয় লাইন কিংবা প্যারাগ্রাফের যে কোন স্থানে cursor রাখুন।
  • এরপর, Home ট্যাবের Paragraph প্যানেল এর ডানে ছোট এ্যারো click করতে হবে।
  • এবারে General সেকশনের Alignment এর right ড্রপ ডাউন ক্লিক করে Left click করুন।
  • অতপর Ok বাটন ক্লিক করুন।

Similar questions