Science, asked by santokhan11w, 6 months ago

সার্কিট ডায়াগ্রাম ব্যবখ্যা কর​

Answers

Answered by naymul504
1

Explanation:

ইলেকট্রনিক্স এ সার্কিট ডায়াগ্রাম হলো কোন সার্কিট তৈরী করার আগে তার একটি নমুনা চিত্র অংকন করা কে বলা হয়। সেটা হতে পারে আপনার হতে কলমে আবার বিভিন্ন সফ্টওয়্যার এর মাধ্যমে। ডায়াগ্রাম তৈরীর জন্য আপনারা প্রোটিয়াস সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন। কারণ সার্কিট তৈরীর আগেই প্রোটিয়াস সফ্টওয়্যার দিয়ে ডিজাইন করে তা পরিক্ষা করে নিতে পারবেন। ফলে কোন রিস্ক ছাড়াই যেকোন প্রজেক্ট সুন্দর সফল ভাবে সম্পন্ন করতে পারবেন। কিন্তু হাতে ডিজাইন করা সার্কিট ডায়াগ্রামে রিস্ক থেকেই যায় যেমন- সার্কিট তৈরী করার পর কেন ভূল থাকলে পাওয়ার দেওয়া মাত্র পুড়ে যেতে পারে। প্রজেক্ট বিফলে যেতে পারে। এজন্য ডিজাইন পরিক্ষা করার পর পার্টস সেট করা উচিৎ।

Similar questions