English, asked by nazmul14412332, 8 months ago

নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়। তৈলচিত্রের ভুত?ব্যাখ্যা কর।

Answers

Answered by vanshr316
1

Answer:

jugantor

প্রচ্ছদ

আজকের পত্রিকা

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা

উজ্জ্বল কুমার সাহা

০৯ এপ্রিল ২০১৯, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

তৈলচিত্রের ভূত

-মানিক বন্দ্যোপাধ্যায়

১. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?

অ ক. মাসির খ. পিসির

গ. মামার ঘ. দাদার

২. নগেনের সঙ্গে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন?

অ ক. ২ মাস আগে খ. ৩ মাস আগে

গ. ৪ মাস আগে ঘ. ৫ মাস আগে

৩. মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন?

অ ক. জীবিত মামার প্রতি নগেনের ভক্তি ও শ্রদ্ধা ছিল না

খ. মামার মৃত্যুর আগেই ছবিটি আঁকা হয়েছিল

গ. ছবির রুপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল

ঘ. নগেন ভূতকে খুব ভয় পেত

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও

আদনান সন্ধ্যাবেলা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল। এক সময় মনে হল তার পেছনে পেছনে কেউ হাঁটছে। সে পেছনে ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না। ফলে সে ভয়ে কাঁপছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তার মা বাতি নিয়ে ছুটে এসে দেখেন আদনানের পায়ের জুতার তলে পেরেক গাঁথা একটা কাঠি। এতক্ষণে আদনান ভয়ের কারণ খুঁজে পায়।

৪. উদ্দীপকের আদনানের সঙ্গে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের সাদৃশ্যের কারণ-

অ ক. তাদের বয়স কম

খ. তারা অন্ধকারকে ভয় করত

গ. তারা ভীষণ ভিতু ছিল

ঘ. তারা ভূত দেখেছিল

৫. এরূপ সাদৃশ্যের মূলে কোনটি বিদ্যমান?

অ ক. বাস্তবজ্ঞানের অভাব

খ. প্রকৃত শিক্ষা না পাওয়া

গ. মানসিক বিকাশ না হওয়া

ঘ. সঠিক সিদ্ধান্ত নিতে না পারা

৬. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মুখ্য উদ্দেশ্য-

অ ক. পাঠকদের নিছক আনন্দ দান

খ. ভৌতিক পরিবেশ তৈরি

গ. শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা

ঘ. অলৌকিক ঘটনার অবতারণা করা

৭. নগেনের মামা কোন প্রকৃতির মানুষ ছিলেন

Similar questions