Computer Science, asked by mahfuz29, 6 months ago

ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ কোন ধরনের প্রোগ্রাম বর্ণনা করো​

Answers

Answered by MITAN19
0

Answer:

ওয়ার্ড প্রসেসিং এর অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। কম্পিউটারের কি-বাের্ডের মাধ্যমে শব্দ টাইপ করে সম্পাদনা ও অন্যান্য কাজ করে প্রয়ােজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে কাগজে ছাপানাের প্রক্রিয়াকে ওয়ার্ড প্রসেসিং বলা হয়। ওয়ার্ড প্রসেসিং এর জন্য কম্পিউটারে যে সব সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলা হয়। আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত মাইক্রোসফট ওয়ার্ড (এম এস ওয়ার্ড) হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা একটি স্ট্যান্ডার্ড ওয়ার্ড প্রসেসিং প্রােগ্রাম।

Explanation:

ওয়ার্ড প্রসেসিং এর বৈশিষ্ট্য

১. যে কোন ধরনের চিঠিপত্র তৈরি করা যায়।

২. ভুলভ্রান্তি পুনরায় ঠিক করা যায়।

৩. সকল তথ্য ইলেকট্রনিক্স এবং কাগজে ধারণ করা যায়।

কাজের ধারাঃ

ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ রান করা

১. কম্পিউটার সঠিকভাবে চালু করার পর ডেস্কটপে Start বাটনে ক্লিক করুন।

২. Programs থেকে Microsoft Word এ ক্লিক করুন।

৩. তাহলে Microsoft Word প্রােগ্রাম চালু হবে।

ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার (Word Processing Software)

কম্পিউটার একটি প্রোগ্রাম নির্ভর যন্ত্র। ওয়ার্ড প্রসেসিং করার জন্য কম্পিউটারের প্রোগ্রামের প্রয়োজন হয়। বিভিন্ন বড় বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্ড প্রসেসিং করার জন্য সফটওয়্যার তৈরি করেছে। নিচে উল্লেখযোগ্য কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম দেয়া হলো।

১. মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word)

২. ওয়ার্ড পারফেক্ট (Word Parfect)

৩. ওয়ার্ড স্টার (Word Star)

৪. ল্যাটেক্স (Latext)

৫. পিএফএস রাইট (PFS Write)

৬. ডিসপ্লে রাইটার (Display Write)

৭. ডক্স রাইটার (Dox Write)

৮. ম্যাক রাইট (Mac Write)

৯. নোট প্যাড (Note Pad)

১০. ওয়ার্ড প্যাড (Word Pad)

উপরে উল্লিখিত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলোর মধ্যে জনপ্রিয় হলো মাইক্রোসফট ওয়ার্ড এক্সপি। জনপ্রিয় মাইক্রোসফট কর্পোরেশনের প্যাকেজ সফটওয়্যার মাইক্রোসফট অফিস এক্সপি প্যাকেজের একটি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সপি।

Similar questions