কত সালে শেখ মুজিব বেরিবেরি রোগে আক্রান্ত হন?
শেখ মুজিবুর রহমান তখন সপ্তম শ্রেণির ছাত্র। তিনি খেলাধুলা করতেন, গান করতেন এবং ভালো ব্রতচারী করতেন। হঠাৎ বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে তাঁর হার্ট দুর্বল হয়ে পড়ে। বাবা শেখ লুৎফর রহমানের সঙ্গে কলকাতায় যান চিকিৎসা করাতে। কলকাতার বড় বড় ডাক্তার শিবপদ ভট্টাচার্য, এ কে রায় চৌধুরীসহ আরও অনেককেই দেখান এবং চিকিৎসা চলতে থাকে। এভাবে প্রায় দুই বছর চিকিৎসা চলে।
Answers
Answered by
0
Answer: আপনই কি সত্যি জানতে চাচ্ছেন ?
Explanation:
এখানে ক্লিক করুন https://i-techbd.com/when-sheikh-mujib-infected-with-beriberi/
Similar questions