কত বছর বয়সে শেখ মুজিব চোখের গ্লুকোমা রোগে আক্রান্ত হন?
Answers
Answer:16
Explanation:1936 year
প্রশ্ন
কত বছর বয়সে শেখ মুজিব চোখের গ্লুকোমা রোগে আক্রান্ত হন ?
উত্তর
১৬ বছর বয়সে শেখ মুজিব চোখের গ্লুকোমা রোগে আক্রান্ত হন
উত্তরের সপক্ষে যুক্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ই মার্চ, ১৯২০ সালে জন্মগ্রহণ করেন
তিনি লিখেছেন -
'' ১৯৩৬ সালে আব্বা মাদারীপুর মহকুমায় সেরেস্তাদার হয়ে বদলি হয়ে যান । আমার অসুস্থতার জন্য মা কেও সেখানে নিয়ে আসেন । ১৯৩৬ সালে আবার আমার চক্ষু খারাপ হয়ে পড়ে । গ্লুকোমা নামে একটি রোগ হয়। ডাক্তারের পরামর্শে আব্বা আমাকে নিয়ে আবার কলকাতায় রওয়ানা হলেন চিকিৎসার জন্য। এই সময় আমি মাদারীপুর হাই স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হয়েছিলাম লেখাপড়া করার জন্য ''
সেজন্য বলা যায় , ১৬ বছর বয়সে শেখ মুজিব চোখের গ্লুকোমা রোগে আক্রান্ত হন ।
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
১. বর্ণ কাকে বলে? কত প্রকার ও কি কি ?
https://brainly.in/question/20905045
২. মৌলিক উৎপাদক কাকে বলে ?
https://brainly.in/question/26961589