Geography, asked by 9883651250, 5 months ago

বায়ুর ধুলাে, ধোঁয়া, জলীয় বাষ্প, মেঘের সার, ঝড়,
বৃষ্টি প্রভৃতি বায়ুমণ্ডলের কোন স্তরে সীমাবদ্ধ?​

Answers

Answered by sahil123431
1

Answer:

বায়ুমণ্ডল (বিস্তারিত) ২

বায়ুমণ্ডলের সংজ্ঞা [Defination of Atmosphere]:- ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে অদৃশ্য গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকে বায়ুমণ্ডল [Atmosphere] বলে । বায়ুমণ্ডলকে চোখে দেখা যায় না, শুধু এর অস্তিত্ব আমরা অনুভব করতে পারি । পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই বায়ুমণ্ডল পৃথিবীর আবর্তনের সঙ্গে আবর্তিত হয় ।

☼ বায়ুমণ্ডলের গঠন [Composition Atmosphere] :- বায়ুমণ্ডল প্রধানত (১) বিভিন্ন গ্যাসের মিশ্রণ, (২) জলীয় বাষ্প এবং (৩) জৈব ও অজৈব কণিকা নিয়ে গঠিত ।

Similar questions