শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে লিখ।
Answers
Answered by
3
Answer:
১৯৪২-৪৩ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই সময় ইংরেজ শাসকদের অবহেলা ও উদাসীনতার কারণে সারা বাংলায় দুর্ভিক্ষ ও মহামারি দেখা দেয়। গ্রামে-শহরে অগণিত মানুষ। ক্ষুধার তাড়নায় ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কাক ও কুকুরের সঙ্গে বুভুক্ষু মানুষ অখাদ্য-কুখাদ্য খুঁজে ফিরছে ডাস্টবিনে, নর্দমায়। ওই সময়ের তরুণ শিল্পী জয়নুল আবেদিন আঁকলেন দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষপীড়িত মানুষের মর্মস্পর্শী অনেক ছবি ও স্কেচ। সে দুর্ভিক্ষের ঐতিহাসিক দলিল হয়ে রইল এসব ছবি। জয়নুল আবেদিন পরিণত হলেন কিংবদন্তিতে। জয়নুল আবেদিনের শততম জন্মদিন আজ ২৯ ডিসেম্বর। আগামী বছর তাঁর জন্মশতবার্ষিকী।
Answered by
1
Answer:
bhiya hindi me bhejo aur mark me as a brainlist first
Similar questions