Environmental Sciences, asked by rumai4080, 6 months ago

১৷ সখিপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের ৫ শতক জমির পুকুরে রুই, ক)
কাতলা, সিলভার কার্প ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য
তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়ােজনীয় চুন, সার প্রয়োগ করে পুকুর
প্রস্তুত করেন।
ক) মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন?
নির্ণয় কর।
২) মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর।
শল
২। পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর​

Answers

Answered by afiajahanmahia34
8

Answer:

পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য সার প্রয়োগ করতে হয়।

মিনারা বেগম পুকুরে কি পরিমান ইউরিয়া সার প্রয়োগ করেছিল তা নির্ণয় করা হলো-

Explanation:

আমারা জানি,

১ শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন ১০০-১৫০ গ্ৰাম

৫ শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন={৫×(১০০-৫০০)} গ্ৰাম

=৫০০-৭৫০ গ্ৰাম

তাই যেহেতু মিনারা বেগমের পুকুরের জমির পরিমাণ ৫শতক, সেহেতু তিনি তার পুকুরে (৫০০-৭৫০)গ্ৰাম ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন।

Similar questions