২। পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর
Answers
Answer:
বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে অচল হয়ে উঠেছে শিক্ষাব্যবস্থা,ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষামন্ত্রণালয় অনলাইন পাঠদানের ব্যবস্থা নিয়েছে। শিক্ষার্থীদের ভালোর দিক বিবেচনায় রেখে পরীক্ষার বিকল্প হিসেবে অ্যাসাইনমেন্ট সমাধান করতে দেওয়া হয়েছে স্টুডেন্টদের মাঝে।
Answer:
answers
Explanation:
যে নার্সারিতে পলিব্যাগে চারা উৎপাদন করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলা হয়।
বিভিন্ন ধরনের ফল ওবনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি অথবা অঙ্কুরিত বীজ বপন করা যায়।পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদনের অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ ও বনজ চারা উৎপাদন করা হয়।
পলিব্যাগে চারা উৎপাদন করার প্রধান সুবিধিগুলো হলো:
১) যে কোন মাপের ওঘনত্বের তৈরি করা যায়।
২) মজবুত ও দীর্ঘ স্থায়ি
৩) হালকা ও সহজে পরিবহন করা যায়
৪) পলিব্যাগে উৎপাদিত চারা পরিচর্যা করা সহজ
৫) পলিব্যাগে চারা পরিবহনে চারার কোন ক্ষয়ক্ষতি হয় না
৬) চারা বিতরণ ও বিপণন করতে সুবিধা হয়
৭) মৃত্যুর হার কম।
অর্থাৎ ,তাই বলা যায় পলিব্যাগে চারা তৈরি সুবিধাজনক।