ঘনক ও ঘনবস্তুর মধ্যে পার্থক্য কী ?
Answers
Step-by-step explanation:
জ্যামিতি:বিভিন্ন ঘনবস্তু(SOLID)সম্পর্কে ধারণা অর্থাৎ ঘনক, সমকোণী চৌপল, গোলক, চোঙ বা বেলন, পিরামিড, প্রিজম, শঙ্কু প্রভৃতি সম্পর্কে ধারণা***
*** ঘনবস্তু(SOLID) ***
আমরা প্রতিদিনই আমাদের বাড়িতে, রাস্তাঘাটে, বিদ্যালয়ে কিংবা কোনো প্রতিষ্ঠানে এমন কিছু বস্তু দেখতে পাই যারা কিছু না কিছু স্থান দখল করে রয়েছে |যেমন – গাছপালা, টেবিল, চেয়ার, বাক্স, বই, খাতা, মোমবাতি, ব্ল্যাকবোর্ড ইত্যাদি |এদেরই আমরা ঘনবস্তু বলে থাকি |
** মাত্রা( Dimensions) :
মাত্রা জিনিসটা কী, সেটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ নিলে তোমরা বুঝতে পারবে|একটা যদি বই নিই তাহলে বুঝতে পারবে বই এর একটা দিক বেশি লম্বা তাকে বলা হয় দৈর্ঘ্য( Length) ; যেদিকটা কম লম্বা সেদিককে বলা হয় প্রস্থ বা বিস্তার ( Breadth) এবং উপর নীচ বরাবর দিকটিকে বলা হয় বেধ বা উচ্চতা( Thickness or Height ) |
•• এই তিন দিকের প্রতিটিকেই বস্তু কিংবা পদার্থের মাত্রা বলে |আর এই মাত্রা থেকেই পদার্থের আকার, আয়তন সম্পর্কে ধারণা পাওয়া যায় |সেজন্যই প্রতিটি ঘনবস্তুর সাধারণত তিনটি দিক রয়েছে |তাই প্রায় সব ঘনবস্তুই ত্রিমাত্রিক |
••• সংজ্ঞা :
যে বস্তু কিছুটা জায়গা বা স্থান দখল করে থাকে তাকে, ঘনবস্তু বলে এবং কোনো ঘনবস্তু যে স্থান দখল করে থাকে, তাকে ওই বস্তুর আয়তন বলে |
••• ঘনবস্তুর বৈশিষ্ট্য(Characteristics of solid):
A. ঘনবস্তু মাত্রই ত্রিমাত্রিক |
B. ঘনবস্ত কিছুটা স্থান দখল করে থাকে |
C.ঘনবস্তুর এক কিংবা একাধিক তল থাকতে পারে|
D.ঘনবস্তু নিরেট কিংবা ফাঁপা দুই-ই হতে পারে |
E.ঘনবস্তুর কিছুটা ভর থাকে |
F.ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকে |
••• ঘনবস্তুর শ্রেণিবিভাগ( Type of solid ) :
ঘনবস্তু দুই প্রকার, যথা – 1.সুষম ঘনবস্তু ও 2.অসম ঘনবস্তু |
Answer:
ঘনক: যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য=প্রস্থ=উচ্চতা তাকে ঘনক বলে।
ঘনবস্তু:যার দৈর্ঘ্য, প্রস্থ,ভেদ,বা উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে।