Math, asked by ruhandas201, 4 months ago

মাজুলি দ্বিপঢি কেন বিখ্যাত​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
1

মাজুলি দ্বিপ বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হিসেবে পরিচিতি ।

এই দ্বীপটি ভারতের সর্বপ্রথম দ্বীপ, যেটি ২০১৬ সালে একটি জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

●মাজুলী দ্বীপ বিখ্যাত কারণ -

মাজুলী দ্বীপকে বৈষ্ণব সংস্কৃতির মুখ্য কেন্দ্র এবং আসামের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এছাড়াও এই দ্বীপ মন্দির নগরী নামেও খ্যাত। বর্তমানে এখানে ২২ টি সত্র বা মন্দির রয়েছে।এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে এখানকার সেগুলি হল গড়মুর, কমলাবাড়ি সত্র, দক্ষিণাপট সত্র, আউনীআটী সত্র, বেঙেনাআটী সত্র এবং আসামের স্বর্ণমন্দির তেঙ্গাপানিয়া।

Similar questions