CBSE BOARD XII, asked by likatama534, 5 months ago

প্রতিরুপী বস্তুবাদ কাকে বলে?​

Answers

Answered by mailforsabah786
6

Answer:

বস্তুবাদ হলো দর্শনের সবচেয়ে প্রাথমিক মতবাদগুলোর একটি।

Answered by payalchatterje
5

Answer:

যে মতবাদে পদার্থের নিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করা হয় কিন্তু বিষয়টির সাক্ষাৎ জ্ঞান জ্ঞান স্বীকার করা হয় না। বরং বলা হয়, বস্তুকে পরোক্ষভাবে প্রতিরূপের মাধ্যমে জানতে হবে, সেই মতবাদকে বলা হয় প্রতিরূপ বস্তুবাদ

লক প্রবর্তিত প্রতিরূপী বস্তুবাদ এর প্রথম এবং দ্বিতীয় বক্তব্য সরল বস্তুবাদ এর সাথে অভিন্ন ।পরবর্তীঅভিমত গুলি সম্পর্কে তাদের সরল বস্তুবাদ এর সাথে পার্থক্য রয়েছে। তারা দাবি করেন সরল বস্তুবাদ ভ্রান্ত প্রত্যক্ষ আমাদের জ্ঞানের সত্য-মিথ্যা বিচারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই লোক বলেন আমরা সাক্ষাৎ ভাবে বস্তুর যে প্রতিরূপ বা ধারণাগুলিকে জানি তার থেকে পরোক্ষভাবে বস্তুকে জেনে থাকি। প্রতিরূপের সহিত বাহ্য বস্তুর মিল থাকলে জ্ঞান সত্য হয়, আমার প্রতি রূপের সহীত বস্তুর মিল না থাকলে জ্ঞান মিথ্যা হয়। এর কারণ হিসেবে বস্তুর দুই প্রকার ধর্মের কথা বলা যায় যথা:-

১. গুণমুখ্য গুণ এবং ২. গৌণ গুণ। মুখ্য গুণ গুলি বস্তু নিজস্ব ধর্ম বলে তার আধার রূপে বস্তুকে জানলে জ্ঞান সত্য হয় । আর গৌণ গুণ গুলি মনোগত ধর্ম বলে তার আধার রূপে বস্তুকে জানলে জ্ঞান মিথ্যা হয়। এই গুণ বিভাজন তৎকালীন বৈজ্ঞানিক চিন্তাধারার ওপর প্রতিষ্ঠিত হওয়ায় এই মতবাদকে বৈজ্ঞানিক বস্তুবাদ বলে।

এটি একটি বাংলা প্রশ্ন l

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

#SPJ2

Similar questions