সংক্ষিপ্ত প্রশ্ন: ক
১. পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত কর
২. একটি সমকোণী ত্রিভুজের একটি বাহ
৩. কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈঘে
সব?
8, ABC Focoa AB2 = BC2 +
সংক্ষিপ্ত প্রশ্ন:ans
১. আয়াত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার
Answers
Answer:
পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত কর
সমাধান
সঠিক প্রশ্ন
সংক্ষিপ্ত প্রশ্ন: ক
১. পিথাগােরাসের উপপাদ্যটি বিবৃত কর ?
২. একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5 : 13 হলে, অপর বাহু কত ?
৩. কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখ, যা দ্বারা একটি সমকোনী ত্রিভুজ আঁকা সম্ভব ?
৪. ABC ত্রিভুজের AB²= BC²+ CA² হলে, কোন কোণটি সমকোণ হবে?
সংক্ষিপ্ত প্রশ্ন: খ
১. আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়
উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন: ক
১. পিথাগােরাসের উপপাদ্য
যেকোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ।
━━━━━━━━━━━━━━━━
২. বলা আছে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5 : 13
মনে করি সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য= 5x একক ও অতিভুজের দৈর্ঘ্য = 13x একক
মনে করি অপর বাহুর দৈর্ঘ্য = y একক
পিথাগােরাসের উপপাদ্য থেকে পাই
অর্থাৎ অপর বাহুর দৈর্ঘ্য = 12x একক
━━━━━━━━━━━━━━━━
3. মনে করি সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য= 3x একক ও অপর বাহুর দৈর্ঘ্য = 4x একক
মনে করি অতিভুজের দৈর্ঘ্য = y একক
পিথাগােরাসের উপপাদ্য থেকে পাই
অর্থাৎ ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত
এই রকম আরো অনুপাত সম্ভব
━━━━━━━━━━━━━━━━
৪.
ABC ত্রিভুজের AB²= BC²+ CA²
তাহলে ∠ACB কোনটি সমকোণ হবে
ধারণা সুস্পষ্ট করার জন্য চিত্র দেখুন
━━━━━━━━━━━━━━━━
সংক্ষিপ্ত প্রশ্ন: খ
১. আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য
পূর্ব ধারণা :-
চতুর্ভুজ :-
চারটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে
সামান্তরিক :-
যে চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে
উত্তর :-
আয়ত :-
যে সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90° তাকে আয়ত বলে
আয়তক্ষেত্র :-
আয়ত দ্বারা আবদ্ধ সামতলিক ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে
━━━━━━━━━━━━━━━
অতিরিক্ত তথ্য :-
আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য :
1. আয়তক্ষেত্রের দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় ।
2. আয়তক্ষেত্রের দুজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় ।
3. আয়তক্ষেত্রের প্রতিটি কোণের পরিমাপ 90°
4. আয়তক্ষেত্রের কর্ন দুটির দৈর্ঘ্য পরস্পর সমান হয়
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
1. রফিকের পিতা এবং রফিকের 5 বছরের পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:11
https://brainly.in/question/30481902
2. মৌলিক উৎপাদক কাকে বলে?
https://brainly.in/question/26961589