বিষয় -অথনা নাত
অর্থনীতির শিক্ষক জনাব আকমল হােসেন তার ক্লাসে বলেন যে, ১৯৩৩ সালে নরওয়ের ওসলো
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফ্রিশ অর্থনীতিকে দুটি ভাগে ভাগ করেন। একটি অর্থনীতির ক্ষুদ্র
দিক এবং অন্যটি অর্থনীতির বৃহৎ দিক। তিনি আরও বলেন, ক্ষুদ্র অংশে একজন ভােক্তা বা ফার্মের
আচরণ, চাহিদা, ভােগ, আয়, ব্যয়, সঞ্চয় ইত্যাদি নিয়ে আলােচনা করে। অন্যদিকে বৃহৎ অংশে
অর্থনীতি একটি দেশের মােট উৎপাদন, জাতীয় আয়, মােট চাহিদা, মােট যােগান, জাতীয় সঞ্চয়,
মােট বিনিয়ােগ এবং সাধারণ দামস্তর ইত্যাদি নিয়ে আলােচনা করে।
ক. সম্পদের সল্পতা কী?
খ, অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলাে কী কী?
গ, অধ্যাপক র্যাগনার ফ্রিশ প্রদত্ত অর্থনীতির বিভাজন অর্থনৈতিক আলােচনার ক্ষেত্রে কী সুবিধার সৃষ্টি
করেছে?
ঘ. আকমল স্যারের বক্তব্য অনুযায়ী ব্যক্তিগত ও দেশীয় পর্যায়ে অর্থনীতির তুলনামূলক বিশ্লেষণ তুলে
ধরাে।
Answers
Answered by
1
Answer:
ಕ್ಷಮಿಸಿ ಪ್ರಶ್ನೆಯನ್ನು ಅರ್ಥಮಾಡಿಕೊಳ್ಳಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ
Similar questions