সংযোগমূলক ক্রিয়াপদ যৌগিক ক্রিয়া পদের উদাহরণ দাও একটি বাক্যে ?
Answers
Answer:
ক্রিয়াপদ কাকে বলে
আগের অধ্যায়ে ধাতুর আলোচনার পর আমাদের পক্ষে ক্রিয়াপদের আলোচনা অনেক সহজ হয়ে গেছে। আজকের আলোচনায় আমরা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ বা প্রকারভেদগুলি জেনে নেবো এবং বিভিন্ন প্রকার ক্রিয়াপদের গঠন সম্পর্কে জানব। তার আগে আসুন জেনে নিই ক্রিয়া কাকে বলে।
যে পদের দ্বারা কোনো কাজ করা বা হওয়া (আপনাআপনি হওয়া) বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে।
[ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ক্রিয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যে বিধেয়ের দ্বারা বাক্যের উদ্দেশ্য কোনো কাজ করছে বোঝায়, সেই বিধেয়কে ক্রিয়া বলে। তাঁর এই সংজ্ঞাতে অসমাপিকা ক্রিয়ার ধারণাটি বাদ গেছে, কারণ অসমাপিকা ক্রিয়া বিধেয় রূপে কাজ করে না। যাইহোক, ভাষাচার্যের মতে বাংলা বাক্যে ক্রিয়াপদ না থাকলেও চলে। যেমন : "ঈশ্বর পরম দয়ালু।" এই বাক্যে বিধেয়টি উদ্দেশ্য 'ঈশ্বর'-এর গুণ প্রকাশ করছে মাত্র। এই বিধেয়টি কেবলই বিশেষণ। এখানে 'হন' ক্রিয়া যোগ করার কোনো যুক্তি নেই বলেই আমাদেরও মনে হয়। আসলে আমরা ইংরাজির am/is/are এর অনুসরণে এইসব বাক্যে একটি ক্রিয়া জুড়ে দিই। কিন্তু প্রকৃত বিচারে ওই ক্রিয়াটি বাক্যের ভাবকে অধিকতর পরিস্ফুট তো করেই না, বরং অর্থবোধে অন্তরায়ই সৃষ্টি করে। তার উপর,বাংলা ভাষার কথ্য বা লেখ্য, কোনো রূপেই উক্ত 'হন' জাতীয় ক্রিয়া কখনো ব্যবহৃত হয় না। যা কখনোই ব্যবহারে লাগে না, এমন পদের অস্তিত্ব ভাষায় স্বীকার করার কোনো যুক্তি নেই।*]
Explanation:
hope it helps u.....