১. উদ্ভিদ হরমােনের ফিডব্যাক কন্ট্রোল ব্যাখ্যা করাে।
Answers
Explanation:
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন মেটাবলিক রেট ও প্রোটিন সংশ্লেষণ প্রভাবিত করে।। অর্থাৎ আমাদের শরীরে যত রকমের বিপাকীয় ক্রিয়া-বিক্রিয়া হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে এই মাস্টার গ্রন্থি থাইরয়েড। যখন হরমোন বেশি বের হবে, শরীরের মেটাবলিজমটা বেড়ে যাবে। এর মানে, যে খাবার খাওয়া হচ্ছে, সেটি মেটাবলাইজ হবে খুব তাড়াতাড়ি। স্বাভাবিকের তুলনায় বেশি হবে। এই রোগীগুলোর কী হয়? তারা শুকোতে থাকে। খায় বেশি, শুকাতে থাকে বেশি। তাদের অনেক ঘাম বের হয়। তাদের চোখগুলো খুব বড় বড় দেখা যায়। অনেক সময় দেখা যাবে গলায়, ঘাড়ে একটু ফোলা ফোলা ভাব রয়েছে। এই রোগীগুলো খুব নার্ভাস থাকে। তারা ঘুমাতে পারে না। তারা খাচ্ছে, কিন্তু ওজন কমে যাচ্ছে, ঘুম হচ্ছে না।এটি হাইপার অ্যাকটিভিটির কারণে হয়। অর্থাৎ যে খাবার খাওয়া হচ্ছে, হরমোন তাকে দ্রুত শেষ করে দিচ্ছে। মানে তাকে মেটাবলাইজ করে দিচ্ছে। এতে শরীরে ঘাটতি হচ্ছে। এটা শরীরের জন্য ক্ষতিকর।
আর হাইপো যেটি, সেটি কিন্তু এর বিপরীত। অর্থাৎ হরমোন কম বের হচ্ছে। তখন কী হবে? সেই ব্যক্তি ঠাণ্ডায় স্পর্শকাতর হবে। ঠাণ্ডা সহ্যকরতে পারবে না। মুটিয়ে যাবে। আপনার শরীরের চামড়াগুলো শুষ্ক হয়ে যাবে। অনেকের পা ফুলে যায়।এটাও শরীরের জন্য ক্ষতিকর। এই থাইরয়েড গ্রন্থি থেকে হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে আমাদের মাথায় অবস্থিত পিটুইটারি নামের একটি গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড স্টিম্যুলেটিং হরমোন (Thyroid Stimulating Hormone)। আবার মস্তিষ্কের হাইপোথ্যালামাস (Hypothalamus) নামে একটা অংশ থেকে ক্ষরিত থাইরোট্রপিন রিলিজিং হরমোন (thyrotropin-releasing hormone) পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড স্টিম্যুলেটিং হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছালে তা হাইপোথ্যালামাস ও পিটুইটারি গ্রন্থিকে নঞর্থক সংকেত প্রেরণ (Negative feedback) করে। ফলে থাইরয়েড হরমোন ক্ষরণ নিয়ন্ত্রিত হয়।