খ) নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলিত রীতিতে লিখ:
সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় নিনি আসিয়াই
আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারােয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না না
সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত
লইয়া অতিদ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের
ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার
করিয়া ডাকিতে লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা।
Answers
Answered by
0
Answer:
B) Put punctuation marks in the appropriate place in the following paragraph and write it in the current manner
In the morning, as I was handing over the seventeenth chapter of my novel, the mini came
and started. Baba Ramdayal Darayan told his uncle that he did not know anything
. Suddenly Mini Agdum kept playing Bagdum on the side
of the house and ran to the window and started shouting and begging Kabliwala and Kabliwala.
Similar questions