History, asked by henatripura2, 5 months ago

মাৎসন্যায়ন বলতে কি বুঝায়??​

Answers

Answered by thakurshipra408
0

Answer:

৬৩৭ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় রাজনীতিতে চরম অরাজকতা , অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা দেয় । পুকুরের বড় মাছ ছোট মাছ খেয়ে ফেলে , তেমনি সেই সময় শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার চালায় ।

(ক) প্রভাব : সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় ১০০ বছর বাংলায় ' জোর জুলুম তার '- এইরকম একটি পরিস্থিতি চলতে থাকে । এই যুগে প্রত্যেক ক্ষত্রিয় , ব্রাহ্মণ , বণিক ও সম্ভ্রান্ত লোক ইচ্ছা অনুযায়ী নিজের নিজের এলাকায় শাসন করতো । ফলে বাংলায় কোন কেন্দ্রীয় রাজশক্তি বা শাসক ছিল না ।

(খ) পরিণতি : বছরের পর বছর এই অবস্থা চলার পর বাংলার প্রভাবশালী ব্যক্তিদের সভা ' প্রকৃতিপুঞ্জ ' আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দে গোপাল নামে একজনকে রাজা নির্বাচিত করে অবসান ঘটায় । গোপালের সিংহাসন লাভের মধ্য দিয়েই বাংলায় পাল বংশের রাজত্ব সূচনা ঘটে ।

Similar questions