History, asked by jahirlaskar646, 5 months ago


১। ফ্রান্সের কনসুলেটর শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় -(ক) ১৭৯২ সালে
২রাজুলাই(খ) ১৭৯৫ সালে ১লা আগস্ট (গ) ১৭৯৮ সালে ১৫ জুন
( ১৭৯৯ সালে ৯ই নভেম্বর ।
2)ভারতের কোন শাসক ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন-
(ক) দ্বিতীয় বাজিরাও (খ) টিপু সুলতান (গ) মির কাশিম (ঘ) রঞ্জিত
সিংহ।
১৪‘জুন্টা’ নামে প্রতিরােধ সমিতি গড়ে ওঠে -(ক) স্পেন (খ) ফ্রান্স
(গ) ইটালি (ঘ) রাশিয়া ।
B. দুই-এক কথায় উত্তর দাও।
১)কে প্রতিষ্ঠা করেন "Sociaty of Revalutionary
Republican Women" ?
২)কবে ‘আটলান্টিক কেবল পাতা হয়েছিল ?
কে বলে ছিলেন জাতীয়তাবাদ পথ ধরেই আন্তর্জাতিকতায় পােছানাে
যাবে ?
৪। Civil code' প্রনয়নের লক্ষে নেপােলিয়ন আইন কমিটির প্রধান
কে ছিলেন ?
৫। কোন অভিযান ‘অপরেশন টাইফুন' নামে পরিচিত ? মজা
৬) শিল্প বিপ্লব নতুন প্রানের স্পন্দন জাগিয়ে ছিল’ উক্তিটি কার?
৭। হেটাইরিয়া ফিলিকে কোন দেসের গুপ্ত বিপ্লবী সমিতি ছিল ?
৮) দুনিয়ার মজদুর এক হও’ একথা কে বলে ছিলেন ?
৯। ব্রেস্ট-লিটভস্কের সন্ধি কেদের মধ্যে হয়েছিল ? [)
১০ FAO এবং UNICEF এর পুরাে কথাটি কী ?

Answers

Answered by tuktuki8
0

Answer:

কনস্যুলেট (ফরাসি: ল্য কনসুল্যা) ১৭৯৯ সালের নভেম্বরে ব্রুমারের অভ্যুত্থানে শাসকদের পতনের পর থেকে ১৮০৭ সালের মে মাসে নেপোলিয়নীয় সাম্রাজ্যের শুরু পর্যন্ত ফ্রান্সের সরকার ছিল। কনস্যুলেট শব্দটি দিয়ে ফরাসি ইতিহাসের এই সময়ের উল্লেখ করা হয়।

ফরাসি কনস্যুলেট

কন্সুলাট ফসে

প্রথম ফরাসি প্রজাতন্ত্র

Coat of arms or logo

তিন দূতের একটি প্রতিকৃতি, কাম্বারস এর জাঁ জ্যাকস রিজিস, নেপোলিয়ন বোনাপার্ট এবং চার্লস-ফ্রানসিস ল্যাব্রুন (বাম থেকে ডান)।

ইতিহাস

প্রতিষ্ঠিত

১০ নভেম্বর, ১৭৯৯

বিলুপ্তি

১৮ মে, ১৮০৪

পূর্বসূরী

ফরাসি পরিচালকবর্গ

উত্তরসূরী

প্রথম ফরাসি সাম্রাজ্য

সম্রাট হিসেবে নেপোলিয়নের সাথে

এই সময়ে নেপোলিয়ন বোনাপার্ট প্রথম কনসাল হিসাবে নিজেকে কর্তৃত্বপূর্ণ, স্বৈরতন্ত্র, এবং কেন্দ্রীয় প্রজাতন্ত্রী সরকারের প্রধান হিসাবে ঘোষণা করেন, যদিও তিনি নিজেকে একমাত্র শাসক ঘোষণা করেন নি। এই বছরগুলোতে দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠার কারণে রবার্ট বি. হল্টম্যান কনস্যুলেটকে "সমস্ত ফরাসি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে একটি" বলে অভিহিত করেন।[১] নেপোলিয়ন কর্তৃত্বপূর্ণ ব্যক্তিগত শাসন নিয়ে আসে যা সামরিক একনায়কত্ব হিসাবে দেখা হয়।[২]

Explanation:

please mark as brain list

Similar questions