উপন্যাস অবলম্বনে লীলাবতীর চরিত্র বিশ্লেষণ করো
Answers
Answered by
4
Answer:
রচনাধর্মী প্রশ্নোত্তর - কোনি
(জ) কোনি চরিত্রের পরিপূরক চরিত্র : কোনি উপন্যাসে ক্ষিতীশ চরিত্র ...
Answered by
3
লীলাবতীর চরিত্র
- বাংলা কথাসাহিত্যের অন্যতম খ্যাতনামা লেখক মতি নন্দী রচিত কোনি উপন্যাসটি মূলত প্রধান চরিত্র কোনিকে এবং তার শিক্ষক ক্ষিতীশ সিংহ বাবুকে কেন্দ্র করে অগ্রগতি ঘটলেও পার্শ্ব চরিত্র হিসেবে ক্ষিতীশ বাবুর স্ত্রী লীলাবতীর চরিত্রটিও পাঠক বর্গের মনে এক গভীর দাগ কেটেছে।
- উপন্যাস পাঠ করতে গিয়ে আমরা দেখি যে ছোটখাটো চেহারা এবং গভীর স্বভাবের হলেও গৌরবর্ণা লীলাবতী যথেষ্ট পরিশ্রমী ও কর্মঠ ছিলেন।
- তাঁর সাংসারিক দক্ষতা ও জ্ঞানের জন্য ক্ষিতীশ বাবুর সংসার টিকে ছিল।
- লীলাবতী যখন তাঁদের সিনহা টেলারিং লোকসানের সম্মুখীন হয় তখন তিনি নিজের গয়না বন্ধক রেখে নতুন করে সেই দোকানকে ফিরিয়ে আনার চেষ্টা করেন এবং সফলতাও পান।
- তিনি সেই সময় তার বুদ্ধি কে কাজে লাগান এবং তাঁদের সেই টেলারিং দোকানের নাম পরিবর্তন করে প্রজাপতি রেখে দেয় এবং কঠোর পরিশ্রম ও কর্ম তৎপরতার দ্বারা মাত্র চার বছরের মধ্যেই সেই প্রজাপতি দোকানের শ্রীবৃদ্ধি ঘটান।
- তাঁর ব্যবসায়িক বুদ্ধিমত্তার পরিচয়ও আমরা পাই যখন তিনি পুরুষদের পোশাক তৈরি করা বন্ধ করে দুইজন মহিলা কর্মচারীর দ্বারা শুধু মেয়ে ও শিশুদের পোশাক তৈরি করা শুরু করেন এবং ক্রমশই সেই ব্যবসাকে আরো বড় জায়গায় নিয়ে যান। এবং আরো বড়ো জায়গায় নিয়ে যাওয়ার জন্য হাতিবাগানের মতো বৃহত্তর এলাকায় 5000 টাকার বিনিময় একটি দোকান ভাড়া নেওয়ার ব্যবস্থা করেন।
- তাঁর স্বামীর প্রতি ছিল তাঁর একরাশ ভালোবাসা ও শ্রদ্ধা। তিনি তাঁর স্বামীর সাঁতারের প্রতি যে ভালোবাসা তা জানতেন তাই তার স্বামীর সেই ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে তিনি সমস্ত ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং তাঁর স্বামীর প্রতি ভালোবাসার জন্য তার স্বামীর আদর্শকে তিনি মেনে নিয়েছিলেন। এবং তার স্বামীর ইচ্ছা মতো খাওয়ার পদ্ধতিও তিনি মেনে নেন।
- গম্ভীর স্বভাবের হলেও লীলাবতী স্বামীর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং পতিপ্রাণা ছিলেন । স্বামীর স্বভাব এবং সাঁতার প্রীতির কথা জানতেন বলেই সাংসারিক ও ব্যবসায়ীক সমস্তরকম দেখভাল নিজেই করতেন । স্বামীর আদর্শ বা ভাবনা মেনে নেন।এমনকি স্বামীর ইচ্ছামতো খাওয়ার পদ্ধতিও লীলাবতী মেনে নেন ।
- আর এভাবেই আমরা দেখতে পাই লেখক লীলাবতীর চরিত্রের মাধ্যমে পাঠক বর্গের মনে দাগ কাটতে সক্ষম হয়েছেন
#SPJ3
Similar questions