মন্ট্রিল প্রােটোকল সাক্ষরিত হয় কত সালে ?
Answers
Answered by
4
Explanation:
যে সকল পদার্থ ওজোন স্তরের ক্ষয় সাধন করে, সেসবের উৎপাদন ধীরে ধীরে কমিয়ে একেবারে শূন্যে নিয়ে আসার জন্য ১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল( Montreal Protocol) স্বাক্ষরিত হয়। [38তম বিসিএস প্রিলিমিনারি] কানাডার মন্ট্রিল শহরে এ যুক্তি স্বাক্ষরিত হয় বলে, একে মন্ট্রিল প্রটোকল বলে। দুই বছর পর (১৯৮৯) থেকে এ চুক্তি কার্যকর হয়। ধারণা করা হয় যে এ চুক্তি যথাযথ বাস্তবায়ন হলে ২০৫০-২০৭০ সালের মধ্যে ওজোন স্তর ১৯৮০ সালের অবস্থায় ফিরে যাবে।
Similar questions