Music, asked by jihadullisamjiha, 4 months ago

মনে কর, তুমি মাহিন/মােহনা! তােমার খেলার সাথী সাজিদ/সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত হলে
তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি লেখ।​

Answers

Answered by anushka45346
1

১৩ ই নভেম্বর ২০২০

প্রিয় নাফিস/ নাফিসা,

আমার প্রীতি ও ভালােবাসা নিশ। আশা করি আল্লাহর রহমতে ভালাে আছিস। আমিও আল্লাহর রহমতে ভালাে আছি। সম্প্রতি জানতে পারলাম আমার খেলার সাথী সাজিদ/ সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত। খবরটি শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। তবে আশার কথা এই যে ওর শারীরিক অবস্থা অনেকটা ভালাে আছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী বাসাতেই ট্রিটমেন্ট নিচ্ছে।

সাজিদ/ সাজেদার পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছি। তাছাড়া সাজিদ/ সাজেদার সাথে যােগাযােগ করেছি এবং ওকে সাহস দিয়েছি। শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য বন্ধুকে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছি। প্রথমে ওর অসুস্থতার কথা শুনে আমার মনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল।পরবর্তীতে আমার পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দিলেন এবং করােনা পরিস্থিতিতে নিজের শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক রাখার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বন্ধুর জন্য পরম করুনাময় মহান। আল্লাহতালার কাছে দোয়া করতে বললেন। আমার বন্ধু। সাজিদ / সাজেদার জন্য দোয়া করিস যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।

আর আমার ও পরিবারের জন্য দোয়া করিস। মহান আল্লাহ যেন তােকে ও তাের পরিবারের সকলে সুস্থ এবং করােনা ভাইরাস থেকে হেফাযতে রাখেন।

ইতি

তাের বন্ধু মাহিন / মােহনা

Similar questions