Computer Science, asked by pinky5745, 4 months ago

নোটপেড ও ওযাডপেডের মধ্যে পার্থক্য লেখো​

Answers

Answered by Braɪnlyємρєяσя
2

Explanation:

একটি বিশেষ রকম কম্পিউটার যা নিজের কাজে ব্যবহার করা যায়।

এ তো গেল পোশাকী সঙ্গা। আরেকটু বুঝতে গেলে আমাদের কম্পিউটারের রকমফের জানা চাই।

সবচাইতে উপরে দেখা যায় কোয়ান্টাম কম্পিউটার।

এর নিচে থাকবে নিউরাল কম্পিউটার (এই দুখানা আপাতত পরীক্ষামূলক স্তরে আছে)

এর নিচে আছে সুপার কম্পিউটার। অতিবৃহত তথ্য (big data) নিয়ে যেখানে কাজ কারবার, যেমন আবহাওয়া দফতর, বিমান ও রেল পরিষেবা, জনগণনা, মহাকাশ গবেষণা এই সব কাজে সুপার কম্পিউটার ব্যবহার হয়।

এর নিচে আছে মেইনফ্রেম। গুগল, বা ইয়াহু এরা যে ধরণের বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করে (অবশ্য সুপার কম্পিউটারের মত অতটা নয়) এমনকি কিছু বিশ্ববিদ্যালয়েও মেইন ফ্রেম কম্পিউটার দেখা যায়।

এর নিচে আছে নেটওয়ার্ক সার্ভার। একটি অত্যন্ত ক্ষমতাশালী পি সি কেও আমরা এই কাজে ব্যবহার করতে পারি।

Similar questions