Art, asked by debnathbiva02, 8 months ago

নিদেশক ভাবের অপর নাম কী​

Answers

Answered by bookingsdivyacarrent
0

Answer:

sorry i don't know this language

Answered by Braɪnlyємρєяσя
19

Explanation:

সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ

১। ক্রিয়ার ভাব কত প্রকার?

ক) প্রকারবিহীন খ) দুই প্রকার গ) তিন প্রকার *ঘ) চার প্রকার

২। ‘তার মঙ্গল হোক’- বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?

ক) সাপেক্ষ খ) নির্দেশক *গ) আকাক্সক্ষা ঘ) অনুজ্ঞা

৩। আদেশ, উপদেশ, নিষেধ-এগুলো ক্রিয়ার কোন ভাব?

ক) সাপেক্ষ ভাব *খ) অনুজ্ঞা ভাব গ) নির্দেশক ভাব ঘ) আকাক্সক্ষা ভাব

৪। সাপেক্ষ ভাবের উদাহরণ কোনটি?

*ক) ভাল করে পড়লে সফল হবে খ) বৃষ্টি আসে আসুক

গ) ছাতাটা দিন তো ভাই ঘ) স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো

৫। নির্ভরশীল ক্রিয়াকে কোন ভাবের ক্রিয়া বলা হয়?

ক) আদেশাত্মক খ) নিষেধাত্মক *গ) সাপেক্ষ ঘ) অনুরোধ

৬। নির্দেশক ভাবের প্রশ্ন জিজ্ঞাসায় নিচের কোন উদাহরণটি সঠিক?

*ক) সে কি গিয়েছিল? খ) মানুষ হও গ) আপনারা আসবেন ঘ) সে একটু হাসুক

৭। ক্রিয়ার ভাব- এর অন্য নাম কি?

*ক) ক্রিয়ার ধরন খ) ক্রিয়ার রীতি গ) ক্রিয়ার প্রকার ঘ) ক্রিয়ার অবস্থা

৮। ‘সাধারণ ঘটনা নির্দেশ করলে বা ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়।” কোন বাক্যটি সত্য?

ক) কিছু শুনালে খ) কিছু প্রকাশ করলে *গ) কিছু জিজ্ঞাসা করলে ঘ) কিছু বিবৃতি করলে

৯। নিচের কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করছে?

ক) আমি বাড়ি যাই *খ) মানুষের মত মানুষ হও

গ) পরিশ্রম করলে সফল হবে ঘ) তার মঙ্গল হোক

১০। কোন বাক্যটি সাপেক্ষ ভাবের উদাহরণ?

ক) আমাকের বইটা দাও *খ) যদি সে যেত আমি আসতাম

Similar questions