সমুদ্র গুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন কর
Answers
সমুদ্রগুপ্ত (রাজত্বকাল খ্রিস্টীয় ৩৩৫ – ৩৮০ অব্দ) ছিলেন গুপ্তসম্রাট প্রথম চন্দ্রগুপ্তের পুত্র, উত্তরাধিকারী এবং গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। শুধু গুপ্ত বংশেরই নন, তিনি ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক শাসক। সম্ভবত তিনি পিতার প্রথম সন্তান ছিলেন না, কিন্তু শৌর্য ও বীর্যের কারণে প্রথম চন্দ্রগুপ্ত তাকেই উত্তরসূরি নির্বাচিত করেন। সমগ্র উত্তর ভারতকে নিজের প্রত্যক্ষ শাসনাধীনে আনেন ও দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চল অবধি রাজ্যসমূহকে গুপ্ত সাম্রাজ্যের করদ রাজ্যে পরিণত করেছিলেন সমুদ্রগুপ্ত। সিংহলের রাজাও তার সার্বভৌমত্ব স্বীকার করেছিলেন।
Answer:
সমুদ্র গুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন:
প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সিংহাসনে বসেন তাঁর পুত্র সমুদ্রগুপ্ত ( ৩৩০-৩৮০ খ্রিঃ) । সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্তবংশের শ্রেষ্ঠ শাসক । তাঁর সভাকবি হরিষেণ রচিত ' এলাহাবাদ প্রশস্তি ' থেকে সমুদ্রগুপ্তের রাজত্বকালের বিস্তারিত বিবরণ পাওয়া যায় |কেবল সুযোদ্ধা নয়, সুশাসক হিসেবেও সমুদ্রগুপ্তের যথেষ্ট খ্যাতি ছিল ।
(i) তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন শাসক তাই অন্তর্দ্বন্দ্বে লিপ্ত উত্তরের রাজ্যগুলিকে তিনি প্রত্যক্ষ শাসনের অধীনে এনেছিলেন। কিন্তু দূরবর্তী দক্ষিণের রাজ্যগুলি জয় করে অধীনতার বিনিময়ে সেইসব রাজাদের আবার নিজ নিজ রাজ্য ফিরিয়ে দেন ৷
(ii) তিনি বৈদেশিক প্রভাবমুক্ত এক সম্পূর্ণ ভারতীয় শাসনব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তাঁর শাসনে রাজার একচ্ছত্র আধিপত্য থাকলেও রাজা ছিলেন প্রজানুরঞ্জক। তাঁর সুশাসনে দেশের সুখ, স্বাচ্ছন্দ্য ও সংহতি অনেক বৃদ্ধি পেয়েছিল ।
(iii) মুদ্রা প্রণয়নের ক্ষেত্রেও তিনি বিশিষ্টতার স্বাক্ষর রাখেন। সমুদ্রগুপ্ত সম্পূর্ণ বিদেশি প্রভাবমুক্ত মুদ্রার প্রচলন করেন।
(iv) বিদ্যোৎসাহী, সু-কবি ও সংগীতজ্ঞরূপেও তাঁর যথেষ্ট খ্যাতি ছিল । তিনি বহু কাব্য রচনা করেছিলেন। বীণাবাদনরত মুর্তিসম্বলিত মুদ্রা থেকে সমুদ্রগুপ্তের সংগীতপ্রীতির পরিচয় পাওয়া যায়। ‘এলাহাবাদ প্রশস্তি'তে তাঁকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে । বিদ্বানদের প্রতি ছিল তাঁর গভীর শ্রদ্ধা । সমুদ্রগুপ্তের মন দয়ায় পরিপূর্ণ ছিল । শাস্ত্রতত্ত্বে তাঁর বিশেষ জ্ঞান ছিল। হরিষেণ তাঁকে এই কারণে নারদ ও বৃহস্পতির সঙ্গে তুলনা করেছেন।
(vi) সুশাসক ও সমরকুশলী নেতা হিসেবে সমুদ্রগুপ্তের নাম ভারত – ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ বিশৃঙ্খলার পর রাজনৈতিক ঐক্য স্থাপন করে এবং শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা দ্বারা তিনি ভারতে এক নবজীবনের সূচনা করেন। ড. রমেশচন্দ্র মজুমদারের মতে, সমুদ্রগুপ্ত ভারত – ইতিহাসে একজন স্মরণীয় ও - অনুপম শাসক ।
এটি একটি বাংলা প্রশ্ন |
আরও দুটি বাংলা প্রশ্ন:
https://brainly.in/question/9179234
https://brainly.in/question/5630001