CBSE BOARD XII, asked by anandasarkar97, 2 months ago

উপমেয়, উপমান, সাধারণ ধর্ম ও সাদৃশ্যমূলক শব্দ কাকে বলে ? অর্থালংকারের ক্ষেত্রে এগুলির
গুরুত্ব উপযুক্ত দৃষ্টান্তের সাহায্যে বুঝিয়ে দাও।
1​

Answers

Answered by abhishekdubey88961
3

i can not understand your language

Answered by SparshaM
5
  • উপমেয়, উপমান, সাধারণ ধর্ম ও সাদৃশ্যমূলক শব্দ জানার আগে আমাদের অলংকার সম্পর্কে জানা আবশ্যক।
  • অলংকার বলতে সাধারণত সাহিত্যিকদের রচনাকৌশল কে বোঝায়, যারা মূলত কাব্যে বা সাহিত্যে রস উৎপাদনের জন্য পাঠকের উদ্দেশ্যে; শব্দ ধ্বনিকে শ্রুতি মধুর ও অর্থ ধ্বনি কে হৃদয়গ্রাহী করে তোলে।
  • অলংকার মূলত দুই প্রকার: শব্দালংকার ও অর্থালংকার।
  • উপমেয়, উপমান, সাধারণ ধর্ম ও সাদৃশ্যমূলক শব্দ অর্থালংকারের অংশ (শব্দের অর্থের উপর নির্ভর করে যে অলংকার সৃষ্টি হয় তাকে অর্থালংকার বলে।)
  • উপমেয়: বাক্যে যাকে তুলনা করা হয়, তা উপমা
  • উপমান: বাক্যে উপমেয়কে যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলে।
  • সাধারণ ধর্ম: সাধারণ ধর্ম বলতে উপমেয় ও উপমান উভয়ের মধ্যে যে ধর্ম বর্তমান থাকে তাকে বোঝায়।
  • সাদৃশ্যমূলক শব্দ: মূলত যে সমস্ত শব্দ উপমেয় ও উপমানকে তুলনা করতে ব্যবহৃত হয়, সেই সমস্ত শব্দকে সাদৃশ্যমূলক শব্দ বলে : মতো, সম, প্রায়, ইত্যাদি।
  • এবার উদাহরণ দিয়ে বোঝা যাক: " আকাশের রং ঘাসফড়িঙের মতো কোমল নীল।"
  • উপরের বাক্যে, আকাশের রং = উপমেয়। ঘাসফড়িঙের সঙ্গে তুলনা করা হয়েছে = উপমান। 'কোমল নীল' (রং) এই ধর্মটা আকাশ ও ঘাসফড়িঙ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, তাই কোমল নীল = সাধারণ ধর্ম। 'মতো' শব্দর মাধ্যমে আকাশ ও ঘাসফড়িঙের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, তাই 'মতো' = সাদৃশ্যমূলক শব্দ
Similar questions