Biology, asked by soumyajitmondal511, 3 months ago

করোনাভাইরাস ছাত্রজীবনকে কতটা প্রভাবিত করে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো​

Answers

Answered by Anonymous
33

ছাত্রজীবনে করোনাভাইরাসের প্রভাব

রাম : সুপ্রভাত বন্ধু!

শ্যাম : সুপ্রভাত।

রাম : কি করছো?

শ্যাম : এই অনলাইন ক্লাস করছিলাম একটু আগে অবধি।

রাম : হ্যাঁ, আমারও অনলাইন ক্লাস ছিলো আজ।

শ্যাম : রোজ এই বাড়ি বসে মোবাইল আর ল্যাপটপে মুখ গুঁজে বসে থাকতে আর ভাল্লাগেনা।

রাম : ঠিকই বলেছো বন্ধু। কিন্তু পড়াশোনা জারি রাখার জন্য এই অনলাইন ব্যবস্থাকে মেনে নিতেই হবে।

শ্যাম : এই ব্যাবস্থার অনেক কুপ্রভাব রয়েছে সেটাও তোমাকে মানতে হবে।

রাম : যেমন?

শ্যাম : মোবাইল বা ল্যাপটপের দীর্ঘ ব্যাবহারের ফলে চোখ বা মাথা ব্যাথা, শিক্ষকদের মুখোমুখি না পাওয়া, ইন্টারনেট স্পিড জনিত সমস্যা এবং আরও অনেক।

রাম : ঠিকই বলেছো এই সকল সমস্যা সত্যিই অপ্রতিরোধ্য।

শ্যাম : আবার,অনেক গরিব ছাত্রছাত্রী মোবাইল ল্যাপটপের অভাবে অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত আজ।

রাম : সত্যিই অনলাইন শিক্ষা হয়তো সাময়িক বিকল্প কিন্তু এর কুপ্রভাব মাত্রাতিরিক্ত।

শ্যাম : তাই তো আমিও চাই অফলাইন ক্লাস আবার চালু হোক খুব তাড়াতাড়ি।

রাম : তাই যেন হয় বন্ধু

শ্যাম : হুম।

রাম : চলি পরে কথা হবে।

শ্যাম : আচ্ছা বেশ, সাবধানে থেকো।

Similar questions