Geography, asked by ckjana44, 4 months ago

বিভিন্ন প্রকার পাতসীমানা অঞ্চল সম্পর্কে লেখ​

Answers

Answered by sureshkumar8101
0

Answer:

Home Graduation Geography Geotectonics

Graduation GeographyGeotectonics

পাত সংস্থান তত্ত্ব – Plate Tectonic Theory | Geo-Tactonics | Geography | BhugolShiksha.com

By Debabrata Mandal -February 25, 20195736

পাত সংস্থান তত্ত্ব ( Plate Tectonic Theory)

ভূমিকা (Introduction): বর্তমানেযুগে পৃথিবীর ভূমিরূপ অর্থাৎ পর্বত, মালভূমি, মহাদেশ, সমুদ্র তলদেশের বিস্তৃতি, অগ্নুৎপাত প্রভৃতির গঠন সংক্রান্ত যে মতবাদ বিজ্ঞানী মহলে প্রচলিত ও প্রতিষ্ঠিত হয়েছে তা হলো পাত সংস্থান তত্ত্ব। এই তথ্যটির বৈজ্ঞানিক সত্যতা থাকার জন্য বিজ্ঞানী মহলে এক আলোড়নের সৃষ্টি করে। এই তত্ত্বের প্রথম ব্যাখ্যা দেন মার্কিন বিজ্ঞানী উইলসন। এরপর 1967 সালের ম্যাকেঞ্জ ও পার্কার এবং 1968 সালে মরগ্যান নেই তত্ত্বের আরো সুস্পষ্ট ব্যাখ্যা দেন। ফরাসি বিজ্ঞানী পিচনকে আধুনিক পাত-গঠনিক তত্ত্বের প্রকৃত জনক বলা হয়। এছাড়াও অলিভার, সাইকস, হাইজলার প্রভৃতি বিজ্ঞানীদের নাম অতি প্রসিদ্ধ।

পাত সংস্থান তত্ত্বের মূল ধারণা ( Basic Concept of Plate Tectonic Theory ): পাত সংস্থান তত্ত্ব যে সূত্রটি উপর প্রতিষ্ঠিত তা হলো সমগ্র ভূ-ত্বক চ্যুতিরেখা বরাবর কয়েকটি বিচ্ছিন্ন শিলাপাতের সমষ্টি বিশেষ। এক একটি অংশ ভূপৃষ্ঠ হতে 70 কিমি থেকে 50 কিমি এবং মহা সাগরের তলায় প্রায় 70 কিমি মত বিস্তৃত। ভূত্বকের এই গভীরতা স্থলভাগের তুলনায় জলভাগের তলদেশে অনেক কম হয়। এই সমস্ত শিলাপাত গুলি নিজস্ব উত্তপ্ত ও সান্দ্র গুরুমণ্ডলের উপর ভাসমান অবস্থায় স্থির রয়েছে। ভূগর্ভের তাপ ও চাপের তারতম্য এই পাতগুলি গতিশীল হয়ে পড়ে। পাতগুলি এক একটি শুধুমাত্র মহাদেশ ও মহাসমুদ্র অথবা অংশতমহাদেশও অংশত মহাসমুদ্র দিয়ে তৈরি হতে পারে।

ভূপৃষ্ঠের প্লেটের অবস্থান ( Location of Plate Boundary ): পৃথিবীর বিভিন্ন পাতগুলির অবস্থান সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা একমত হয়েছেন এবং তাদের মতে ভূপৃষ্ঠ সাতটি বড়, আটটি মাঝারি এবং কুড়িটি বেশি ক্ষুদ্র প্লেট রয়েছে। এই সকল বিভিন্ন আয়তনের পাতগুলির মধ্যে সাতটি বৃহৎ আকৃতির পাত বিশেষভাবে উল্লেখযোগ্য।

1 . প্রশান্ত মহাসাগরীয় পাত

2 . ইউরোপীয় পাত

3 . উত্তর আমেরিকা পাত

4 . দক্ষিণ আমেরিকা পাত

5 . অস্ট্রেলিয়া পাত

6 . আফ্রিকা পাত

7 . এন্টার্কটিকা পাত

Explanation:

పలేఅ మార్క్ మే బ్రైన్లిస్ట్

Similar questions