"এতেক কহিয়া রাজা"রাজা এরপর কি করলেন?
Answers
Answered by
1
Answer:
যথাবিধি মেনে গঙ্গোদক দিয়ে মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন।
Answered by
0
"এতেক কহিয়া রাজা", এরপর রাজা অর্থাৎ লঙ্কাধিপতি রাবণ যথাযথ নিয়ম পালন করে গঙ্গাজলের (গঙ্গোদক) সাহায্যে ইন্দ্রজিৎকে।
উপরোক্ত উত্তরটি সম্পূর্ণরূপে বোঝার জন্য আমাদের সম্পর্কিত কবিতাটি সম্পর্কে আরো জানতে হবে।
কবি ও কবিতার নাম :
- উক্ত প্রশ্নটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
উত্তরের পূর্ণাঙ্গ ব্যাখ্যা :
- শ্রীরামের সঙ্গে যুদ্ধে যখন লঙ্কাধিপতি রাবণের ভাই কুম্ভকর্ণ পরাজিত, তখন রাবণপুত্র ইন্দ্রজিৎ চেয়েছিলেম রামের সাথে সম্মুখসমরে নামতে।
- রাক্ষসরাজ রাবণও ইন্দ্রজিতের এহেন বক্তব্য মেনে নিয়ে কিছু কথোপকথনের পর ইন্দ্রজিৎ-কে প্রধান সেনাপতি পদে যথোপযুক্ত বিধিসম্মতভাবে অভিষিক্ত করেন।এখানে 'এতেক কহিয়া' মানে ইন্দ্রজিতের সাথে রাবণের কিছু কথোপকথন যার পরেই কিনা ইন্দ্রজিতের সেনাপতি পথে অভিষেক হয়েছিল।
অতএব, উক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে রাজা (রাক্ষসরাজ রাবণ) এরপর ইন্দ্রজিৎকে প্রধান সেনাপতি পদে অভিষিক্ত করেছিলেন।
Similar questions