Geography, asked by rajdey100140, 5 months ago

দুটি শিভ বালিয়াড়ির মাঝের করিডোরকে সাহারায় কি বলে​

Answers

Answered by niharikasood2006
0

# মিয়েন্ডার কি

উত্তর আঁকাবাঁকা নদীর গতিপথ কে মিয়েন্ডার বলে ।

# ক্যাটারাক্ট কি ?

উত্তর বিশালাকারের জলপ্রপাত গুলিকে ক্যাটারাক্ট বলে। যেমন আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত ।

# পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি ?

উত্তর গ্র্যান্ড ক্যানিয়ন ।

# নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায় অবস্থিত ?

উত্তর সমুদ্রপৃষ্ঠে ।

# নদীর প্রধান কাজ কি ?

উত্তর নদীর প্রধান তিনটি কাজ হলো ক্ষয়, বহন ও সঞ্চয়।

# আদর্শ নদী কাকে বলে ?

উত্তর যে নদীর গতিপথে, নদীর তিনটি প্রধান গতি লক্ষ্য করা যায় অর্থাৎ উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি সেই নদী কে আদর্শ নদী বলে। যেমন ভারতের গঙ্গা একটি আদর্শ নদীর উদাহরণ ।

# বহির্জাত শক্তি কি ধরনের শক্তি ?

উত্তর বহির্জাত শক্তি বিনাশকারী শক্তি ।

# জলপ্রবাহ পরিমাপের একক কে কি বলে ?

উত্তর কিউসেক বা কিউমেক ।

# উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য কি?

উত্তর যখন কোন পার্শ্ববর্তী নদী এসে মূল নদীতে মেশে তখন তাকে উপনদী বলে, আর যখন মূল যদি থেকে কোন নদী বেরিয়ে যায় তখন তাকে বলে শাখা নদী ।

# জলবিভাজিকা কি ?

উত্তর যদি পাশাপাশি দুটি নদীর অববাহিকা উচ্চভূমি দ্বারা আলাদা হয়ে যায় তখন এই উঁচু ভূমিকে জলবিভাজিকা বলে ।

# ক্যানিয়ন কি ?

উত্তর পার্বত্য অঞ্চলের সৃষ্টি কোন নদী যখন কোন শুষ্ক ভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হয় এবং নদী ইংরেজি I আকৃতি গঠন করে, একে ক্যানিয়ন বলে। যেমন গ্র্যান্ড ক্যানিয়ন ।

# যে পর্বতশিখরে বরফ থাকে না তাকে কি বলে ?

উত্তর নুনাটকম বলে ।

# হিমরেখা কাকে বলে ?

উত্তর যে কাল্পনিক রেখার উপরে সারা বছর বরফ জমে থাকে এবং তার নিচে বরফ গলে জলে পরিণত হয় সেই রেখাকে হিমরেখা বলে ।

# হিমবাহ কে কয়টি ভাগে ভাগ করা যায় ?

উত্তর হিমোবাহকে তিনটি ভাগে ভাগ করা যায় পার্বত্য হিমবাহ, মহাদেশীয় হিমবাহ ও পাদদেশীয় হিমবাহ।

# সিয়াচেন হিমবাহ কি ধরণের হিমবাহ ?

উত্তর সিয়াচেন পার্বত্য হিমবাহ বা উপত্যাকা হিমবাহ ।

# মহাদেশীয় হিমবাহ বলতে কী বোঝো ?

উত্তর যখন কোনো বিশাল মহাদেশ হিমবাহ দ্বারা আবৃত থাকে বা হিমবাহ দ্বারা মহাদেশ গঠিত হয়, সাধারণভাবে তাকে মহাদেশীয় হিমবাহ। বলে যেমন গ্রীনল্যান্ড ।

# আইসসেল্ফ কি ?

উত্তর মহাদেশের সঙ্গে যুক্ত পুরূ ও ভাসমান বরফের অংশ কে আইসসেল্ফ বলে

# বোল্ডার ক্লে কি ?

উত্তর হিমবাহ বাহিত বালি কাদা ও পাথর এক সঙ্গে সঞ্চিত হয়ে যে কর্দমাক্ত ভূমি গঠিত হয় তাকে বোল্ডার ক্লে বলে।

# ফিয়র্ড কি ?

উত্তর উপকূলবর্তী অঞ্চলে হিমবাহ উপত্যাকাকে সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি গভীর পর্যন্ত কেটে ফেলে, ফলে এই সকল গভীর ও প্রশস্ত উপত্যাকা গুলি জলমগ্ন হয়ে ফিয়র্ড এর সৃষ্টি করে ।

CLASS TEN GEOGRAPHY MCQ PART ~ 1

# কেম কি ?

উত্তর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে অনেক সময় হিমবাহের শেষপ্রান্তে ত্রিকোণাকার বদ্বীপ সৃষ্টি হয়, একে কেম বলে ।

# হিমবাহের প্রধান কাজ কি ?

উত্তর ক্ষয় কাজ, পরিবহন ও সঞ্চয়।

# বায়ুর কাজ কি ?

উত্তর বায়ুর কাজ তিন ভাগে ভাগ করা যায় ক্ষয় সাধন পরিবহন ও সঞ্চয়।

# ভেন্টিফ্যাক্ট কি ?

উত্তর যেসকল মরুভূমি অঞ্চলে একটানা একদিক থেকে বায়ু প্রবাহিত হয় সেখানে শিলার ওই নির্দিষ্ট দিকে ক্ষয়প্রাপ্ত হয়ে সূচালো হয়, তার ফলে যে ভূমিরূপ গঠিত হয় তাকে ভেন্টিফ্যাক্ট বলে। যেমন কালাহারি মরুভূমিতে এই ভূমিরূপ দেখা যায় ।

# বালিয়াড়ি কি ?

উত্তর মরুভূমির বৃহৎ প্রস্তরখন্ড কে কেন্দ্র করে ঢিবির আকারে বালুকারাশি ক্রমাগত সঞ্চিত হয়। বালির এই সঞ্চিত ঢিপিকে বালিয়াড়ি বলে ।

# বার্খান কি ?

উত্তর কোন কোন মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাাহের গতির আড়াআড়ি ভাবে যে সকল বালিয়াড়ি গড়ে ওঠে তাদের বার্খান বলে । এদের সামনে উত্তল এবং পিছনের দিক অবতল হয় ।

# সিফ বালিয়াড়ি কি ?

উত্তর বায়ুর গতি সমান্তরালে এবং বহুদূর বিস্তৃত দীর্ঘ বালিয়াড়িকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ বালিয়াড়ি বলে। ভারতের থর মরুভূমিতে এই জাতীয় বালিয়াড়ি দেখা যায় ।

# চলন্ত বালিয়াড়ি কি ?

উত্তর কোন কোন মরুভূমি অঞ্চলে প্রবল বায়ুপ্রবাহের দ্বারা বালিয়াড়ি গুলিকে এক স্থান থেকে অন্য স্থানে সরে গিয়ে সঞ্চিত হতে দেখা যায়, এদের চলন্ত বা অস্থায়ী বালিয়াড়ি বলে। ভারতের থর মরুভূমিতে এরা ধ্রিয়ান নামে পরিচিত ।

# প্লায়া কি ?

উত্তর মরুভূমির পাহাড়ি অবনমিত অঞ্চলে জল জমে তৈরি হয় বোলান বা প্লায়া।

# পৃথিবীর সর্বাধিক লোয়েস সমভূমি কোথায় দেখা যায়?

উত্তর চীনের হোয়াংহো নদীর উপত্যকায় ।

# দুটি শিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কি বলে ?

উত্তর করিডর ।

# পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি ?

উত্তর সাহারা ।

CLASS TEN GEOGRAPHY MCQ PART ~ 1

# বার্খান কি ?

উত্তর আধখানা চাঁদের মতো দেখতে বালিয়াড়ি কে বার্খান বলে ।

# পৃথিবীর বৃহত্তম মরু খাত টির নাম কি ?

উত্তর মিশরের কাতারা ।

# হামাদা কী ?

উত্তর মরুভূমির যেসব স্থান বন্ধুর ও শিলা গঠিত সেখানে বায়ুপ্রবাহের অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্জের জন্য স্থানটি প্রায় অসমতল আকার ধারণ করে এই ধরনের শিলা গঠিত বন্ধুর সমভূমিকে হামাদা বলে ।

CLASS TEN GEOGRAPHY MCQ PART ~ 1

# অ্যাডোব কি ?

উত্তর। আমেরিকার মিসিসিপি মিসৌরি নদীর উপত্যাকায় বালির লোয়েস সঞ্চয় দেখা যায়, বিজ্ঞানীদের মতে এগুলি বালি অবিরত সমভূমির বালি উড়ে এসে এমন ভূমি গঠন করেছে, এই গুলির নাম অ্যাডোব ।

#আর্গ কি ?

উত্তর মরু অঞ্চলের বিশাল অঞ্চল জুড়ে কেবলমাত্র বালি ও পাথর দ্বারা গঠিত বিশাল স্থান কে আৰ্গ বলে।

# মরুদ্যান কাকে বলে ?

উত্তর বিশাল অঞ্চল জুড়ে বহুদিন ধরে বালি অপসারিত হতে হতে যদি অবনমিত অবনত অংশটির গভীরতা ভূগর্ভের জল স্তর পর্যন্ত পৌঁছে যায় তবে সেখানে মরুদ্দ্যান গড়ে ওঠে ।

# লোয়েস সমভূমি কি ?

উত্তর মরুভূমি অঞ্চলের অতি ক্ষুদ্র বালি কনা বায়ু প্রবাহের মাধ্যমে বহু দূরে বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে। চীনের হোয়াংহো নদীর উপত্যকায় এই ধরণের সমভূমি দেখা যায়, যা এশিয়ার গোবি মরুভূমি থেকে বালু কনা উড়ে গিয়ে সৃষ্টি হয়েছে

MARK MY ANSWER THE BRAINLIEST

Similar questions