Social Sciences, asked by joyeshkharia730, 5 months ago

সহপাঠ ক্রমিক পাঠক্রম বলতে কি বুঝ?​

Answers

Answered by IIJustAWeebII
5

Answer:

সাধারণভাবে সহ পাঠক্রমিক কার্যাবলী বলতে পুঁথিগত বিষয়ের বাইরে জ্ঞানার্জনের প্রক্রিয়া সমূহকে বুঝায়।

শিক্ষা হলো এক মানুষকে সম্পূর্ণতা দেয়ার জন্য পাঠক্রমের সৃষ্টি। পাঠক্রমের তার আরাধ্য দেশ জাতি সমাজ প্রতিষ্ঠান প্রভৃতির পূর্ণতা দেয়। প্রকৃত গত দিক থেকে বিচার করলে মানুষের গুণগত শিক্ষার মানকে স্পষ্টতা প্রদান করে পাঠক্রম শিক্ষার মাধ্যমে। এর স্বরূপটি পাঠক্রমে কার্যকারিতার মধ্যে দিয়ে প্রকাশ পায়।

Similar questions